এমএসআই ১২ প্রজন্মের ল্যাপটপ উন্মোচন করল ইউসিসি

সিনিউজ ডেস্ক: সম্প্রতি বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও ১৫ ফেব্রুয়ারি এক যোগে যাত্রা শুরু করলো এমএসআই এর ১২ প্রজন্মের ল্যাপটপ। দেশের স্বনামধন্য আইটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি, এমএসআই এর  ১২ প্রজন্মের ল্যাপটপ যাত্রা শুরু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় , যেখানে উপস্থিত ছিলেন ইউসিসি’র ডিজিএম (চ্যানেল সেলস) শাহীন মোল্লা, এজিএম (হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট) জায়নুস সালেকীন ফাহাদ, সিনিয়র ম্যানেজার (প্রাডাক্ট ম্যানেজমেন্ট) নুরুল আলম ভুইয়া মিনার, এমএসআই প্রোডাক্ট ম্যানেজার (কাষ্টমাইজড সলিউশন) হুমায়ুন কবীর, এমএসআই মার্কেটিং স্পেশালিষ্ট (নোটবুক) ফারদিন হোসেন, এমএসআই চ্যানেল সেল্স ম্যানেজার (নোটবুক) ইসমাইল হোসেন ও ডেপুটি ম্যানেজার (প্রডাক্ট ম্যানেজমেন্ট) মনোজ কান্তি পাল উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য ̈এমএসআই ১২ প্রজন্মের এর ল্যাপটপ  দুইটি মডেল বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মডেল  গুলোহলো: কাটানা জিএফ৬৬ ১২ইউডি এবং জিইএস স্টিল্থ জিএস৬৬ ১২ইউজিএস ল্যাপটপ গুলোতে রয়েছে উন্নত ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়। রয়েছে হাইব্রিড মাল্টিকোর ফিচার যা গেমিং ও মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে গ্রাহদের দিবে অভুতপুর্ব পারর্ফমেন্সের নিশ্চয়তা।

এছাড়া ল্যাপটপ গুলোতে রয়েছে হাইব্রিড কোর আর্কিটেকচার,কুলার ট্রিনিটি+, ওয়াই-ফাই ৬জি জি+ টেকনোলজি, পিসিআইই জেন৪ এসএসডি, নাহিমিক অডিও টেকনোলজি, থান্ডারবোল্ট ৪, ট্রু কালার টেকনোলজি, ডাইনা সাউন্ড সিস্টেম এর মত আকর্ষণীয় সব ফিচার।

ল্যাপটপগুলো ইউসিসি এবং ইউসিসির নির্ধারিত সকল ডিলারশপে পাওয়া যাবে। পণ্যগুলোর  সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.ucc-bd.com অথবা ফোন করুনঃ ০১৮৩৩৩৩১৬০১-১৭।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।