সিনিউজ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও জেডটিই-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় জেডটিই ব্র্যান্ডের ফোরজি স্মার্টফোনের সাথে থাকবে বাংলালিংক আকর্ষণীয় বান্ডেল প্যাকেজ। জেডটিই-এর বিভিন্ন মডেলের স্মার্টফোন গ্রাহকদের পছন্দ অনুযায়ী তাদের চাহিদা পূরণ করে।
বাংলালিংক-এর দ্রুততম ফোরজি ইন্টারনেটের সাথে জেডটিই-এর নতুন ফোরজি স্মার্টফোনগুলি দেবে সেরা পারফরম্যান্স। এর মাধ্যমে ব্যবহারকারীরা বাংলালিংক-এর বিভিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। জেডটিই-এর রয়েছে ZTE Blade V40 Design (6GB/128GB), ZTE Blade A72s (4GB/64GB) এবং ZTE Blade A53 (2GB/32GB)-এর মতো বিভিন্ন মডেল। বাংলালিংক সেন্টার ও জেডটিই-এর আউটলেট থেকে কেনা যাবে মডেলগুলি। দেশব্যাপী যেসব বাংলালিংক সেন্টার থেকে গ্রাহকরা জেডটিই স্মার্টফোন কিনতে পারবেন সেগুলি সম্পর্কে বিস্তারিত রয়েছে এখানে: banglalink.net/en/prepaid/others/free-internet-offer।
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও জেডটিই বাংলাদেশ-এর মার্কেটিং ম্যানেজার মো. অলিউল্লাহ রাফাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন ও ওয়াইএমএইচএইচ-এর হেড অব বিজনেস অপারেশনস আনোয়ার হোসেন সুমন।
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “দেশের দ্রুততম ফোরজি সেবা প্রদানকারী হিসেবে আমাদের লক্ষ্য হলো গ্রাহকদেরকে নিরবচ্ছিন্নভাবে সেরা ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করা। জেডটিই-এর সাশ্রয়ী স্মার্টফোনের সাথে বাংলালিংক-এর প্যাকেজ অফারের মাধ্যমে আমরা গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”
জেডটিই বাংলাদেশ টার্মিনাল বিজনেস-এর অ্যাকাউন্ট ডিরেক্টর মা লুবিন বলেন, “বাংলালিংক-এর সাথে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটি ব্যাপার। দেশব্যাপী বাংলালিংক-এর অবস্থান জেডটিই স্মার্টফোনগুলিকে পরিচিত করতে সাহায্য করবে, যা আমাদের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ। গ্রাহকদেরকে দেশের সেরা ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করাই আমাদের লক্ষ্য।”
বাংলালিংক সারা দেশে শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ, মানসম্পন্ন ডিজিটাল সেবা ও দ্রুততম ইন্টারনেট সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক জেডটিই-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় জেডটিই ব্র্যান্ডের ফোরজি স্মার্টফোনের সাথে থাকবে বাংলালিংক আকর্ষণীয় বান্ডেল প্যাকেজ। জেডটিই-এর বিভিন্ন মডেলের স্মার্টফোন গ্রাহকদের পছন্দ অনুযায়ী তাদের চাহিদা পূরণ করে।
বাংলালিংক-এর দ্রুততম ফোরজি ইন্টারনেটের সাথে জেডটিই-এর নতুন ফোরজি স্মার্টফোনগুলি দেবে সেরা পারফরম্যান্স। এর মাধ্যমে ব্যবহারকারীরা বাংলালিংক-এর বিভিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। জেডটিই-এর রয়েছে ZTE Blade V40 Design (6GB/128GB), ZTE Blade A72s (4GB/64GB) এবং ZTE Blade A53 (2GB/32GB)-এর মতো বিভিন্ন মডেল। বাংলালিংক সেন্টার ও জেডটিই-এর আউটলেট থেকে কেনা যাবে মডেলগুলি। দেশব্যাপী যেসব বাংলালিংক সেন্টার থেকে গ্রাহকরা জেডটিই স্মার্টফোন কিনতে পারবেন সেগুলি সম্পর্কে বিস্তারিত রয়েছে এখানে: banglalink.net/en/prepaid/others/free-internet-offer।
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও জেডটিই বাংলাদেশ-এর মার্কেটিং ম্যানেজার মো. অলিউল্লাহ রাফাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন ও ওয়াইএমএইচএইচ-এর হেড অব বিজনেস অপারেশনস আনোয়ার হোসেন সুমন।
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “দেশের দ্রুততম ফোরজি সেবা প্রদানকারী হিসেবে আমাদের লক্ষ্য হলো গ্রাহকদেরকে নিরবচ্ছিন্নভাবে সেরা ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করা। জেডটিই-এর সাশ্রয়ী স্মার্টফোনের সাথে বাংলালিংক-এর প্যাকেজ অফারের মাধ্যমে আমরা গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”
জেডটিই বাংলাদেশ টার্মিনাল বিজনেস-এর অ্যাকাউন্ট ডিরেক্টর মা লুবিন বলেন, “বাংলালিংক-এর সাথে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটি ব্যাপার। দেশব্যাপী বাংলালিংক-এর অবস্থান জেডটিই স্মার্টফোনগুলিকে পরিচিত করতে সাহায্য করবে, যা আমাদের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ। গ্রাহকদেরকে দেশের সেরা ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করাই আমাদের লক্ষ্য।”
বাংলালিংক সারা দেশে শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ, মানসম্পন্ন ডিজিটাল সেবা ও দ্রুততম ইন্টারনেট সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।:
দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক জেডটিই-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় জেডটিই ব্র্যান্ডের ফোরজি স্মার্টফোনের সাথে থাকবে বাংলালিংক আকর্ষণীয় বান্ডেল প্যাকেজ। জেডটিই-এর বিভিন্ন মডেলের স্মার্টফোন গ্রাহকদের পছন্দ অনুযায়ী তাদের চাহিদা পূরণ করে।
বাংলালিংক-এর দ্রুততম ফোরজি ইন্টারনেটের সাথে জেডটিই-এর নতুন ফোরজি স্মার্টফোনগুলি দেবে সেরা পারফরম্যান্স। এর মাধ্যমে ব্যবহারকারীরা বাংলালিংক-এর বিভিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। জেডটিই-এর রয়েছে ZTE Blade V40 Design (6GB/128GB), ZTE Blade A72s (4GB/64GB) এবং ZTE Blade A53 (2GB/32GB)-এর মতো বিভিন্ন মডেল। বাংলালিংক সেন্টার ও জেডটিই-এর আউটলেট থেকে কেনা যাবে মডেলগুলি। দেশব্যাপী যেসব বাংলালিংক সেন্টার থেকে গ্রাহকরা জেডটিই স্মার্টফোন কিনতে পারবেন সেগুলি সম্পর্কে বিস্তারিত রয়েছে এখানে: banglalink.net/en/prepaid/others/free-internet-offer।
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও জেডটিই বাংলাদেশ-এর মার্কেটিং ম্যানেজার মো. অলিউল্লাহ রাফাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন ও ওয়াইএমএইচএইচ-এর হেড অব বিজনেস অপারেশনস আনোয়ার হোসেন সুমন।
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “দেশের দ্রুততম ফোরজি সেবা প্রদানকারী হিসেবে আমাদের লক্ষ্য হলো গ্রাহকদেরকে নিরবচ্ছিন্নভাবে সেরা ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করা। জেডটিই-এর সাশ্রয়ী স্মার্টফোনের সাথে বাংলালিংক-এর প্যাকেজ অফারের মাধ্যমে আমরা গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”
জেডটিই বাংলাদেশ টার্মিনাল বিজনেস-এর অ্যাকাউন্ট ডিরেক্টর মা লুবিন বলেন, “বাংলালিংক-এর সাথে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটি ব্যাপার। দেশব্যাপী বাংলালিংক-এর অবস্থান জেডটিই স্মার্টফোনগুলিকে পরিচিত করতে সাহায্য করবে, যা আমাদের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ। গ্রাহকদেরকে দেশের সেরা ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করাই আমাদের লক্ষ্য।”
বাংলালিংক সারা দেশে শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ, মানসম্পন্ন ডিজিটাল সেবা ও দ্রুততম ইন্টারনেট সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।