বেসিস নির্বাচনের তিন প্যানেল প্রার্থী পরিচিতি সভা

সিনিউজ ডেস্ক: আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে ৪ টি ক্যাটাগরী থেকে মোট ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

 

এই উপলক্ষে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে গত ২২শে এপ্রিল প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।,প্রার্থী পরিচিতি সভা পরিচালনা করেন বেসিসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবির। তাঁর সঙ্গে ছিলেন নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য সৈয়দ মামনুর কাদের ও নাজিম ফারহান চৌধুরী। এছাড়াও নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আব্দুল্লাহ এইচ কফি সভায় উপস্থিত ছিলেন।

 

 

শুরু  হয়েছে  নির্বাচনের   প্রস্তুতি।   নোমিনেশন প্রত্যাহার এর শেষ দিন পর্যন্ত কিছুটা নাটকীয়তা থাকলেও এই বারের নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই চলবে  বলেই এখনো পর্যন্ত সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে ।  ৩ টি প্যানেলে বিভক্ত হয়ে মোট ৩৩ জন প্রার্থী ভোটারদের মন জয়ের জয়ের জন্য বিভিন্ন রকম প্রতিশ্রুতির কথা নির্বাচনী ইস্তেহার এ উল্লেখ করেন।।

 

লটারির মাধ্যমে তিন প্যানেলের প্রার্থীরা তাঁদের পরিচিতি ও বক্তব্য তুলে ধরেন । ৩ টি প্যানেলের নেতৃত্বে আছেন যথাক্রমে বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ  (ওয়ান টিম) , মোস্তাফা রফিকুল ইসলাম (টিম  সাকসেস) এবং মো. মোস্তাফিজুর রহমান সোহেল ( টিম স্মার্ট)।

নির্বাচনে প্রতিটি প্যানলে সাধারণ সদস্য পদে  ৮ জন  , অ্যাসোসিয়েট সদস্য পদে ১ জন , অ্যাফিলিয়েট পদে ১ জন  ,আন্তর্জাতিক সদস্য পদে ১ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন |

প্যানেল/ ক্যাটাগরি টিম স্মার্ট        ওয়ান টিম

 

টিম  সাকসেস
 

জেনারেল ক্যাটাগরিতে

মো. মোস্তাফিজুর রহমান সোহেল

(প্যানেল লিডার )

রাসেল টি আহমেদ

(প্যানেল লিডার )

 

মোস্তাফা রফিকুল ইসলাম

(প্যানেল লিডার )

মোহাম্মদ রিসালাত সিদ্দিকী কে এ এম রাশেদুল মজিদ মোহাম্মদ আমিনুল্লাহ
নিয়াজ মোর্শেদ এম রাশিদুল হাসান ইমরান হোসেন

 

লিয়াকত হোসেইন উত্তম কুমার পাল মো. শফিউল আলম

 

সৈয়দা নওশাদ জাহান দিদারুল আলম ফারজানা কবির

 

মীর শাহরুখ ইসলাম এ কে এম আহমেদুল ইসলাম তৌফিকুল করিম
এ এস এম রফিক উল্লাহ ইকবাল আহমেদ ফখরুল হাসান মো. সহিবুর রহমান খান
মঞ্জুরুল আলম এম আসিফ রহমান সৈয়দা নাফিসা রেজা
অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে আরমান আহমেদ খান সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এন এম রাফসান জানি
অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে লুতফি হায়দার চৌধুরী বিপ্লব ঘোষ রাহুল আবদুল আজিজ
আন্তর্জাতিক ক্যাটাগরিতে  

এ এইচ এম হাসিনুল কুদ্দুস

 

 

সৈয়দ মোহাম্মাদ কামাল

 

 

আবু মুহাম্মদ রাশেদ মজিদ

** নাম বা জ্যেষ্ঠতার ক্রমানুসারে সাজানো নয় **

আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাঁদের মধ্যে সাধারণ ৯৩২ জন, সহযোগী ৩৮৯জন, অ্যাফিলিয়েট ১৩৪ জন ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্য সংখ্যা ২ হাজার ৪০১ জন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।