‘আইভিডি বাংলাদেশ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন ২০ জন স্বেচ্ছাসেবক

সিনিউজ ডেস্ক: সহায়তা, শিশু সুরক্ষা, ওয়াশ, পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য, মাদকের অপব্যবহার এবং আসক্তির বিরুদ্ধে অবদান এবং কোভিড-১৯ রেসপন্স সহায়তা।

‘আইভিডি বাংলাদেশ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১’ -এর প্রথম পুরস্কার পেয়েছেন মোহাম্মদ মোহাসিন এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে তাহমিনা বিনতে সিরাজ এবং তাকিয়া সুলতানা নোভা।

পুরস্কার বিজয়ী অন্যান্যরা হলেন: মাহমুদ হাসান রায়হান, মোহাম্মদ জাহিদুল ইসলাম আল-আজাদ, (মনীশা মিম নিপুন হিজড়া), হাফসা তাসনিম, মোহাম্মদ মিনহাজ আহামেদ, মিফতাহুল জান্নাত বুশরা, লাম্প্রা ত্রিপুরা, তামরিন আফরোজ, ফারজানা রহমান, এস এম মোবিন সিকদার, শাহ ইমরান হোসেন, জোসেফ মাহতাব, আতিফ আসাদ, তাহসিন উদ্দিন, মো. ফয়সাল হোসান বাপ্পি, নাতাশা কবির, মো. সাইফুল ইসলাম ও আমেনা খাতুন।

প্রথম ১০ জন বিজয়ী স্বেচ্ছাসেবককে যথাক্রমে এক লাখ টাকা, ৭০ হাজার টাকা, ৫০ হাজার টাকা, ৩৫ হাজার টাকা, ২৫ হাজার টাকা, ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকা, ৭ হাজার টাকা, ৬ হাজার টাকা ও ৫ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। বাকি ১০ জন বিজয়ী অন্যদের সাথে ক্রেস্ট, পদক ও সনদ পান।

মো. তাজুল ইসলাম, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এমপি, বলেন – “আমরা স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি, তাদের প্রচেষ্টাকে সমর্থন এবং সারা দেশে স্বেচ্ছাসেবার বিষয়ে প্রচারের জন্য ‘ভলান্টিয়ার নাউ ফর আওয়ার কমন ফিউচার’প্রতিপাদ্যের সাথে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস (আইভিডি) ২০২১ উদযাপন করছি৷ আইভিডি ২০২১ এর মূল উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে স্বেচ্ছাসেবার চেতনাকে স্বীকৃতি দেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। এই দিবস এমন ব্যক্তিদের কৃতজ্ঞতা জানানোর সুযোগ করে দেয়, যারা মানুষের সেবায় কাজ করার মতো ইতিবাচক মনোভাব ধারণ করে এবং স্বেচ্ছাসেবার অসাধারণ দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে অন্যদের তাদের পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে আমরা স্বেচ্ছাসেবকদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাই। আমি আপনাদের সকলকে, প্রতিষ্ঠানসমূহকে এবং দেশের সকল নাগরিকদের প্রতি বছর দেশব্যাপী জাতীয় স্বেচ্ছাসেবক দিবস উদযাপনের অনুরোধ জানাচ্ছি।”

তুয়োমো পৌতিয়াইনেন, ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর এ.আই., বাংলাদেশ, বলেন – “স্বেচ্ছাসেবা উন্নয়ন বিষয়ক কার্যক্রমের মূল নীতিগুলোকে আরো শক্তিশালী করে। এর মধ্যে রয়েছে মানবিক গুণাবলী সম্পন্ন কৌশল এবং সক্ষমতার বিকাশ। সমাজের মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত সমাজ ও জাতি বিনির্মাণের বিষয়টিকে ত্বরান্বিত করতে  স্বেচ্ছাসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিসংঘের স্বেচ্ছাসেবা (ইউএনভি) বিষয়ক কার্যক্রম বিশ্বব্যা্পী আইভিডি বিষয়ক কর্মকাণ্ডকে পরিচালিত করতে সাহায্য ও উৎসাহিত করে; একইসঙ্গে এর কার্যক্রমকেও প্রচার করে। প্রতিবছর হাজারো স্বেচ্ছাসেবকদের কার্যক্রমকে উৎসাহিত করার পাশাপাশি, ইউএনভি শান্তি ও উন্নয়নে স্বেচ্ছাসেবকদের কার্যক্রমকে স্বীকৃতি দিতেও কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন বিষয়ক কার্যক্রমে স্বেচ্ছাসেবাকে সম্পৃক্ত করতে অংশীদারদের সাথে কাজ করছে”।

স্বেচ্ছাসেবার বিষয়ে প্রচারে, স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টাকে সহায়তা প্রদানে সরকারকে উৎসাহিত করা, জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা প্রণয়নে স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টা এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্বেচ্ছাসেবকদের অবদানকে স্বীকৃতি প্রদানের সুযোগ হিসেবে কাজ করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস (আইভিডি)।

আইভিডি স্বেচ্ছাসেবক-সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য সরকারি সংস্থা, অলাভজনক সংস্থা, কমিউনিটি গ্রুপ, তরুণ প্রজন্ম ও বেসরকারি খাতের সাথে কাজ করার একটি অনন্য সুযোগ।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।