রিটেইল ব্যাংকিং সেবা সহজ করতে প্রাইম ব্যাংক-হিসাবী’র অংশীদারিত্ব

সিনিউজ ডেস্ক: রিটেইল ব্যাংকিংসেবাকে আরওসহজ করতেবাংলাদেশের দ্রুতপ্রসারমান স্ট্যার্টআপহিসাবীরসাথে অংশীদারিত্বকরেছেবেসরকারি প্রাইমব্যাংক পিএলসি।সম্প্রতি উভয়প্রতিষ্ঠানের মধ্যেএকটি সমঝোতাস্মারক সইহয়েছে।

এইঅংশীদারিত্বের ফলেহিসাবী দোকানঅ্যাপ ব্যবহারকারীরাএখনথেকে বাধাহীনভাবেপ্রাইমব্যাংকের বিভিন্নসেবা গ্রহণকরতে পারবেন।এই চুক্তিরফলে রিটেইলারদেরব্যাংকিংঅভিজ্ঞতায় একদারুণ পরিবর্তনআসবে এবংলেনদেন আরওসহজ হবে।

প্রাইম ব্যাংকের কনজুমার ব্যাংকিং বিভাগের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ. চৌধুরী এবং হিসাবী’র পক্ষ থেকে রাকিন মোহাম্মদ সাভি (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন, যা রিটেইলারদের পেশাগত কাজের সাথে সরাসরি ব্যাংকিং সেবা যুক্ত করে তাদের ক্ষমতায়ন করার প্রতিশ্রুতি। ডিজিটাল অন্তর্ভুক্তিকরণের লক্ষ্য অর্জন এবং হাসাবী’র রিটেইল নেটওয়ার্ককে আরও দক্ষ করে তুলতে এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নতুন নতুন উদ্ভাবন ও গ্রহক সেবা বাড়াতে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রতিফলন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।