সিনিউজ ডেস্ক: ৩১ ডিসেম্বর শুক্রবার পর্দা নামলো বিজয় উৎসব-২০২১ এর। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) আয়োজিত মাসব্যাপী প্রযুক্তি পণ্যের বিজয় উৎসব-২০২১ এর শেষ দিন আজ।
আজ শুক্রবার আয়োজনের শেষ দিন বিকাল ৩টা অনুষ্ঠিত হয় এর বর্নাঢ্য সমাপনী অনুষ্ঠান। তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী হয় এ আয়োজনের। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
কম্পিউটার সিটি সেন্টার শপ হোল্ডার্স সোসাইটির সভাপতি ও বিজয় উৎসব-২০২১ এর আহ্বায়ক জনাব তৌফিক এহেসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খাঁন নিখিল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি জনাব মাহবুব আহমদ বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন (কামাল), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি জনাব মোঃ শাহিদ-উল-মুনীর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক জনাব ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি, গ্লোবাল ব্র্যান্ড (প্রাঃ) লিঃ এর পরিচালক জনাব মোঃ জসিম উদ্দিন খন্দকার, এসোসিও এর সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)এর সাবেক সভাপতি জনাব আব্দুল্লাহ এইচ কাফি, স্মার্ট টেকনোলজিস্ বিডি লিঃ এর পরিচালক জনাব জাফর আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগ নিউ মার্কেট থানার সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন আহমেদ, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিস লিঃ এর উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী, এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন, রায়ান্স কম্পিউটার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আহমেদ হাসান জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদ আল বিরানী সুজন, বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মুজাহির ইমাম চৌধুরী পিনু।
স্বাগত বক্তব্যে এ আয়োজনের আহ্বায়ক তৌফিক এহেসান বিজয় উৎসব-২০২১ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী, ফ্লোর কমিটি, আয়োজক উপ কমিটি, গণমাধ্যম কর্মী, মিডিয়া, আগত অতিথিবৃন্দ ও স্পন্সরদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাসব্যাপী প্রযুক্তি পণ্যের বিজয় উৎসব-২০২১ এর মূল প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন কম্পিউটার সিটি সেন্টার শপ হোল্ডার্স সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, তথ্যপ্রযুক্তি খাতে যারা অবদান রেখেছে সেই ১৮ জন মুক্তিযাদ্ধাকে সম্মাননা করেছেন। এর মধ্যে নিজেও সম্মাননা পেয়েছি। আজ আনন্দের দিন। প্রথম মাল্টিপ্লান সেন্টারকে সারা বাংলাদেশে তুলে ধরে ছিলাম বিটিভির অনুষ্ঠানের মাধ্যমে। ডিজিটাল বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে সফলতার সঙ্গে। আমাদের বাংলাদেশের যে রুপান্তর এটা বিশ্বাস করতে চাই না কেউ। এটাই সত্য এটাই বাস্তব। আমি ধন্যবাদ জানায় আবারও যে তথ্যপ্রযুক্তি খাতের ১৮জন মুক্তিযাদ্ধাদের সম্মানিত করার জন্য। ১ মাসব্যাপি কম্পিউটার মেলা করে দেশের মানুষকে দেখিয়ে দিয়েছে দেশের মানুষ কতটা প্রযুক্তি প্রেমি।
এছাড়াও বক্তব্য রাখেন, কম্পিউটার সিটি সেন্টার শপ হোল্ডার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক জনাব এস এম ওয়াহিদুজ্জামান ও আইটি সম্পাদক জনাব মোঃ রাশেদ আলী ভূঁইয়া।
তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য (১৫) জন মুক্তিযোদ্ধাসহ মোট (১৮) জনকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হবে। স্ব শরীরে বা যাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন, তারা হলেন, ১. মোস্তাফা জব্বার ২. বকুল মোস্তাফা ৩. তৌফিক এহেসান ৪. মাহবুব জামান ৫. এ ওয়াই মেসবাহ উদ্দিন আহমেদ (মরণোত্তর) ৬. আক্তারুজ্জামান মঞ্জু (মরণোত্তর) ৭. শেখ কবির আহমেদ ৮. জেলাল শফি ৯. নজরুল ইসলাম খান (মরণোত্তর) ১০. শাহজামান মজুমদার বীর প্রতীক ১১. মোঃ হাবিবুল আলম বীর প্রতীক ১২. জিল্লুর রহিম দুলাল ১৩. শাহ সাইদ কামাল ১৪. বীরেন্দ্র নাথ অধিকার ১৫. দিল আফরোজ বেগম। (
বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের প্রথম প্রোগ্রামার পরমানু বিজ্ঞানী প্রকৌশলী মোঃ হানিফ উদ্দীন মিয়া (মরণোত্তর)।
তথ্যপ্রযুক্তি খাতকে ভিন্নরূপে তুলে ধরার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় জনাব রাহিতুল ইসলামকে।
এবারের এই বর্ণাঢ্য উৎসব আয়োজনে স্পন্সর হিসেবে যুক্ত ছিলেন আসুস, এসার, বেনকিউ, করসিয়ার, ফ্যানটেক, গেমডিয়াস, গিগাবাইট, হিকভিশন, ক্যাসপারস্কি, কিংসম্যান, এলজি, লেনোভো, এমএসআই, মিশন, এমএসআই, নেটিস, নেক্সটজেন, র্যাপো, রায়ান্স, সিডনিসান, টেনডা, থার্মালটেক, টগি, টিপি-লিংক, ট্রানসেন্ড, ইউএনভি ইউনিআরস, ভিউসনিক, ওয়াল্টন কম্পিউটার, ওয়াল্টন ল্যাপটপ এবং টিপসই। সমাপনী অনুষ্ঠানে এর আয়োজনের আহ্বায়ক তৌফিক এহেসান উপস্থিত থেকে স্পন্সরদের ক্রেস্ট প্রদান করেন।