বিশ্বের সর্বপ্রথম ‘আবেগী’ রোবট

সিনিউজ ডেস্ক: বিশ্বের সর্বপ্রথম ‘আবেগী’ রোবট নির্মাতা প্রতিষ্ঠান সফটব্যাংক রোবোটিক্স কর্পোরেশন এটিকে বলছে বিশ্বের বিশ্বের সর্বপ্রথম ‘আবেগী’ রোবট। এটিকে মানুষ এতটাই পছন্দ করেছে যে, মাত্র এক মিনিটের মধ্যে সফটব্যাংকের তৈরি এই আবেগসম্পন্ন রোবটটি বিক্রি হয়ে যায়। সম্প্রতি জাপানে এই রোবটের মাত্র ১ হাজার মডেল তৈরি করা হয়। এগুলোর প্রতিটির দাম ধরা হয়েছিল ১৬০০ মার্কিন ডলার, সঙ্গে মাসিক ডাটা ও ইনস্যুরেন্স ফি ২০০ ডলার।

পিপার নামের এই রোবটটির মানুষকে জড়িয়ে ধরা ছাড়াও আরও কিছু মনুষ্য ধরনের গুণাগুণ আছে। চার ফুটের কাছাকাছি লম্বা এই রোবটের ওজন হচ্ছে ৬১ পাউন্ড। মানুষের কণ্ঠস্বর ও চেহারা থেবে তার আবেগ বোঝার উপযোগী করে এটিকে তৈরি করা হয়েছে। সফটব্যাংকের প্রজেক্ট ম্যানেজার কানামে হায়াশি বলেছেন, ‘পিপার-এর সবচেয়ে বড় গুণ হচ্ছে, সে আপনাকে খুশি করার চেষ্টা করে।’ অনেকগুলো ক্যামেরা, টাচ সেন্সন, অ্যাকসিলারোমিটার ও অন্যান্য সেন্সরের সাহায্যে তৈরি এই রোবট ব্যবহার করে এনডোক্রাইন-টাইপ মাল্টি লেয়ার নিউরাল নেওটয়ার্ক’। বিশ্বের সর্বপ্রথম ‘আবেগী’ রোবট কেবল মানুষের ইমোশন বোঝাই নয়, নিজেও নিজের মত করে আবেগ সৃষ্টি করতে পারে সে। আশ্চর্য কি, মানুষ তাকে এতটা সাদরে গ্রহণ করে নেবে!

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।