সিনিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের এক নম্বর হিকভিশন ব্র্যান্ডের মেটাল ডিটেক্টর ডোর, কৃত্রিম বুদ্ধিমত্তা তাপমাত্রা স্ক্রিনিং সলিউশন এবং থার্মোগ্রাফিক হ্যান্ডহেল্ড ক্যামেরা সহ কমপ্লিট টেম্পারেচার স্ক্রিনিং সিস্টেম ও সিকিউরিটি সারভেইল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে। চীনের বৃহত্তম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চীন ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন (সিইটিসি), চীন সরকারের তরফে দুই দেশের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এসব সরঞ্জামাদি ও প্রযুক্তি সমাধান বাংলাদেশের জন্য অনুদান হিসেবে প্রদান করেছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেড ০৪ মে ২০২০ তারিখে ডিভাইসগুলি সফলভাবে ইনস্টল করেছে এবং বিমানবন্দরে থারমাল ক্যামেরা ও সুরক্ষা নজরদারি সিস্টেমের প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণে সহায়তা প্রদান করবে।
এসব যন্ত্র স্থাপনের মাধ্যমে বিমান বন্দরে প্রবেশ করার সময় এবং উক্ত প্রাঙ্গনের মধ্যে অবস্থানরত সকলের ত্বক-পৃষ্ঠের নির্ভুল তাপমাত্রা পরিমাপ করা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, জাতীয় পরিবেশক হিসেবে এক্সেল টেকনোলজিস লিমিটেড ২০১৩ সালে বাংলাদেশে হিকভিশন প্রযুক্তি পণ্যাদি পরিবেশন ও বাজারজাত শুরু করে একাধারে এই শীর্ষস্থানীয় সিকিউরিটি সারভেইল্যান্স পরিষেবা ও সমাধানে এদেশে প্রধান অংশীদার হিসেবে রয়েছে।