বাংলালিংক ও এ. টি. হক লিমিটেড-এর মাঝে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

সিনিউজ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সস্প্রতি অন্যতম ফুড কনজিউমার ব্র্যান্ড এ. টি. হক লিমিটেড-এর সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে।

 

এই চুক্তির আওতায় এ. টি. হক লিমিটেড-এর কর্মকর্তা ও কর্মচারীরা বাংলালিংক-এর কর্পোরেট সংযোগ ব্যবহার করে বিশেষ কল রেট, দ্রুতগতির ডেটাসহ অপারেটরটির আইসিটি এবং ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।

 

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াৎ এ তানজীন ও এ. টি. হক লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আদম তামিজী হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, গভমেন্ট অ্যান্ড স্টেকহোল্ডার রিলেশন্স ডিরেক্টর মেহনাজ কবীর, হেড অফ ইমার্জিং ঢাকা নর্থ, এন্টারপ্রাইজ বিজনেস গাজী রাফি আহমেদ শামস ও দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজীন বলেন, “দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা হিসেবে আমরা সবসময়ই দেশের ব্যবসায় প্রতিষ্ঠান ও কর্পোরেশনগুলিকে সাহায্য করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি এই উদ্যোগের ফলে এ. টি. হক লিমিটেড-এর কর্মকর্তা ও কর্মীরা উপকৃত হবেন।”

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।