এসএসএল ওয়্যারলেস-এর ISO/IEC সার্টিফিকেশন অর্জন

সিনিউজ ডেস্ক: সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস) দেশের একটি অন্যতম বৃহৎ তথ্য-প্রযুক্তিগত সেবা প্রদানকারী এবং ফিনটেক প্রতিষ্ঠান। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সম্প্রতি এসএসএল ওয়্যারলেস ISO/IEC 27001:2022) এবং ISO 9001:2015 সার্টিফিকেশন অর্জন করেছে। ১ আগস্ট, ২০২৩ তারিখে এসএসএল ওয়্যারলেস এর কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এসসিকে সার্টিফিকেশনস প্রাইভেট লিমিটেডেএর স্থানীয় অংশীদার প্রতিষ্ঠান বুরো কোয়ালিটাস সার্টিফিকেশনস বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইফতেখার মাহমুদ, এসএসএল ওয়্যারলেস-এর গ্রুপ উপদেষ্টা জনাব আহমেদ কামাল খান চৌধুরী নিকট উক্ত সার্টিফিকেট হস্তান্তর করেন।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব শাহজাদা মোঃ রেদওয়ান (পরিচালক), মো. ইফতেখার আলম ইশহাক (সিওও), কর্নেল মো. নুরুল হুদা, এসইউপি, পিএসসি (অব.) (সিইএও), মো. মোজাহিদ কবীর (বিভাগীয় প্রধান, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স), খালেদ বিন তাবিব আজিজ (বিভাগীয় প্রধান, ডকুমেন্টেশন এন্ড এক্সটার্নাল অডিট) এবং এসএসএল ওয়্যারলেসের অন্যান্য  উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

 

ISO/IEC 27001:2022 এবং ISO 9001:2015 সার্টিফিকেশন অর্জন তথ্য নিরাপত্তা, সেবার গুনগত মান নিশ্চয়তা এবং সেবা প্রদান প্রক্রিয়া উন্নয়নের মাধ্যমে মানসম্পন্ন পরিষেবা সরবরাহের ক্ষেত্রে ক্রমাগত উন্নতি অর্জনের প্রতি আমাদের অবিচল অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।