সিনিউজ ডেস্ক:গুলসান ১ এ অবস্থিত ইমানুএলস কনভেনশন সেন্টারে সনামধন্য প্রতিষ্ঠান ডিজিমার্ক টেকনলজিস লিমিটেড এবং আন্তর্জাতিক ব্র্যান্ড Hikvision এর যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে Hikvision Brand এর
- Access Control Solution
- Video intercom
- Entrance Control Solution
- Parking Solution
Security Inspection
5 টি catagories তে Exclusive sole distributorship হিসেবে আত্মপ্রকাশ করে ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিমার্ক টেকনলজিস লিমিটেড এর সম্মানিত বাবস্থাপনা পরিচালক জনাব মো: শাহারিয়ার আলম,সভায় আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর জনাব ওমর ফারুক রব ডিজিমার্ক টেকনলজিস লিমিটেড, Hikvision ব্র্যান্ডের দক্ষিণ এশিয়ার সভাপতি জনাব হুগো হুয়াং, বাংলাদেশের ম্যানেজার জনাব মারটিন য়ু, ডিজিমার্ক টেকনলজিস লিমিটেড এর মহাব্যবস্থাপক জনাব শেখ মনজুর হোসেন, ডিজিমার্ক টেকনলজিস লিমিটেড এর সম্মানিত কর্মকর্তা ও ডিলারগন। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন ডিজিমার্ক টেকনলজিস লিমিটেড এর সিনিয়র ম্যানেজার আশরাফুর রহমান। ডিজিমার্ক টেকনলজিস লিমিটেড এর সম্মানিত MD জনাব মো: শাহারিয়ার আলম তার বক্তব্যে বলেন, ” ডিজিমার্ক টেকনলজিস লিমিটেড সব সময় নতুন নতুন টেকনোলজি এবং সলিউশন নিয়ে কাজ করে এবং গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টির কথা বিবেচনা করে গ্রাহকের আস্থার জায়গাটি ধরে রাখতে সক্ষম “।
অনুষ্ঠানে লাইভ পণ্য প্রদর্শন এবং Hikvision এর সকল সলিউশন এবং পন্যের উপর বিস্তারিত তথ্য আমন্ত্রিত পার্টনার ও ডিলারদের সামনে তুলে ধরা হয় ।