ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফি সংগ্রহের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে পরিষেবা চালু করলো এসএসএলকমার্জ

সিনিউজ ডেস্ক: গত ২০শে মার্চ ২০২২ তারিখ এসএসএলকমার্জ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হয়। বিশেষ এই চুক্তির আওতায় এসএসএলকমার্জ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের অনলাইনে ফি প্রদানের জন্য প্রথম অনলাইন পেমেন্ট গেটওয়ে পরিষেবা প্রদানকারী হিসেবে কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীগণ সহজেই তাদের ফি অনলাইনে সংগ্রহ ও প্রদান সুবিধা উপভোগ করবেন।

 

আহমেদ কামাল খান চৌধুরী, উপদেষ্টা, এসএসএলকমার্জ এবং প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ উভয় প্রতিষ্ঠানের বিশিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।