ড্যাফোডিল ইউনিভার্সিটিতে “রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগে সচেতনতা ” শীর্ষক সেমিনার

সিনিউজ ডেস্ক: রিয়েল এস্টেট খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট এবং এসটিএইচ গ্রæপের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  ২৫ ফেব্রæয়ারি (মঙ্গলবার) “রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগে সচেতনতা বিকাশ”শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব¦িদ্যারয়ের আইবিএ’র অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিৃটির একাডেমিক এফেয়ার্সের ডনি প্রফেসর ড. মোস্তফা কামালের সভাপতিত্বে সেমিনাওে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসটিএইচ গ্রæপের গ্রæপ সিইও সৈয়দ তেলায়েত হোসেন। সেমিনাওে স্বাগত বক্তব্য রাখেন দখিনা রিয়েল এস্টেট এর পরিচালক সৈয়দা সালওয়া আজম ও রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের প্রধান ড. আমির আহমেদ। সেমিনারে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে রাজউক, বুয়েট, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, রিহ্যাভ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (এনএইচএ)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে বক্তারা রিয়েল এস্টেট শিল্পের ভবিষ্যৎ উন্নয়ন এবং টেকসই আবাসন ব্যবস্থার গুরুত্ব ও আবাসন খাতে উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে আলোচনা করেন যা ভবিষ্যতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিয়েল এস্টেট শিল্পে প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী ধারণার প্রয়োগ ভবিষ্যতে আবাসন ব্যবস্থার উন্ণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এধরনের সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণ, গবেষণা ও উদ্ভাবনী উপস্থাপনা রিয়েল এস্টেট খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।