ড্যাফোডিল ইউনিভার্র্সিটিতে “মিট দ্যা লিডার; ক্যারিয়ার টক” অনুষ্ঠিত

সিনিউজ ডেস্: বিশ্বে এখন দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন এবং প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। অন্যথায় চাকুরী কিংবা উদ্যোক্তার ক্ষেত্রে সফল হতে কঠিন চ্যালেঞ্জের মুখামুখি হতে হবে। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা, পরামর্শ এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার কর্তৃক আয়োজিত “মিট দ্যা লিডার; ক্যারিয়ার টক” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডিজবস.কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ. কে. এম ফাহিম মাশরুর এসব কথা বলেন। তিনি বলেন বাংলাদেশে আইটি সপ্লাই চেন এ লিড দিচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ফ্যামেলি। দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে বহু আইটি প্রতিষ্ঠানে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সফলতার সহিত কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ড্যাফোডিল ফ্যামেলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন বেকার সমস্যা সমাধানে বিভিন্ন জব পোর্টালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এ ক্ষেত্রে বিডিজবস এবং ড্যাফোডিল ফ্যামেলির অঙ্গপ্রতিষ্ঠান স্কিলজবস বাংলাদেশের বেকার সমস্যা নিরসনে যৌথভাবে কাজ করেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক তানভীর আবির। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে এবং বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।