ইউসিবির বিশেষ নারী ব্যাংকিং সেবা, ইউসিবি আয়মা এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

সিনিউজ ডেস্ক:ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) বিশেষ নারী ব্যাংকিং সেবা, ইউসিবি আয়মা এর গত ৮ মার্চ ২০২২ তারিখে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইউসিবি আয়মা এর আনুষ্ঠনিক উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আরিফ কাদরী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ফরিদুল ইসলাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন মুস্তাফা তারেক; উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন; উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহ আলম ভূইয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ইউসিবি আয়মা নারী গ্রাহকবৃন্দের জন্য সর্বাধুনিক, নিরাপদ ও পরিপূর্ন ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানে সমর্থ হবে।

বহুমুখী পণ্য ও সেবার সমন্বয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকিং লিমিটেড দেশের শীর্ষস্থানীয় বেসরকারী বানিজ্যিক ব্যাংক।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।