প্রাইম ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিনিউজ ডেস্ক: প্রাইম ব্যাংক পিএলসি.-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (৫ মে, ২০২৫) সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ২৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন ।

শেয়ারহোল্ডারগণ ২০২৪ অর্থবছরের জন্য ১৭.৫০% নগদ এবং ২.৫০% স্টক লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী, ডিরেক্টরস্ ও নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের পুনঃনিয়োগ, স্বতন্ত্র পরিচালক এবং স্ট্যাটুটরী ও কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগসহ ৬টি সাধারণ এজেন্ডা অনুমোদন করেন।

ব্যাংকেরচেয়ারম্যানজনাবতানজিলচৌধুরীরসভাপতিত্বেঅনুষ্ঠিতসভায়ব্যাংকেরঅডিট কমিটিরচেয়ারম্যানসহ,পরিচালকবৃন্দ, প্রধাননির্বাহীকর্মকর্তা, ওঅন্যান্যঊর্ধ্বতনকর্মকর্তাগণউপস্থিতছিলেন।এছাড়াওস্টকএক্সচেঞ্জ, স্ক্রটিনাইজারওঅডিটরদেরপ্রতিনিধিগণসভায়ডিজিটালিসংযুক্তছিলেন।

সভার সূচনা বক্তব্যে চেয়ারম্যান মহোদয় সমাপ্ত বছরের ব্যাংকের পারফরমেন্স এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হাসান ও. রশীদ শেয়ারহোল্ডারদের প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

লাইভ ট্রান্সমিশনকৃত এই সভা পরিচালনা করেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব তানভীর এ সিদ্দিকী। সভায় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও অডিটরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেন্জ কমিশন ধারাবাহিকভাবে ৫ বছর “এ” ক্যাটাগরীতে থাকা লিস্টেড কোম্পানীদেরকেই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি প্রদান করেছেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।