ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ইসলামী ব্যাংক এর মধ্যে একাডেমিক ফি প্রদান বিষয়ে চুক্তি

সিনিউজ ডেস্ক: শিক্ষার্থী ও অভিভাবকদের নিরবিচ্ছিন্ন ও সহজে একাডেমিক ফি প্রদানের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ১৪ মে ২০২৪ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) জনাব মমিনুল হক মজুমদার ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এর সাভার শাখার ব্যবস্থাপক জনাব এ বি এম আলী হায়দার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ডঃ এসএম মাহাবুবুল হক মজুমদার, রেজিষ্ট্রার ড. নাদির বিন আলী, ও স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলতাফ হোসেন, সিনিয়র এক্সিকিইটিভ ভাইস প্রেসিডেন্ট (হেড অব উয়িং ডেভেলাপমেন্ট) জনাব মোঃ মাকসুদুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব বশির আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে এখন থেকে ড্যাফোডিল ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন একাডেমিক ফি সমূহ নির্ধারিত ক্যাশ ডিপোজিট ¯িøপ এর মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র যে কোন শাখা থেকে সরাসরি প্রদান করতে পারবে এবং ইন্টারনেট ব্যাংকিং পবষষ ভরহব অঢ়ঢ় এর মাধ্যমে ঘওে বসেই একাডেমিক ফি জমা দিতে পারবে।

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।