সিনিউজ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ও কাইকম এর মধ্যে জাপানি ল্যাংগুয়েজ প্রোফিসিয়েন্সি টেষ্ট (জেপিটি) বিষয়ে সমযোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান ও কাইকম গ্রæপ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। জাপানি ল্যাংগুয়েজ প্রোফিসিয়েন্সি টেষ্টিং (জেপিটি) উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাপান অ্যাম্বাসিডর ইতো নাওকি, জাইকা বাংলাদেশ এর প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো: সবুর খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেপিটি’র নির্বাহী কমিটির সভাপতি কিতাদা হেডিজি, জেট্রো (JETRO ) এর ঢাকা অফিসের প্রধান প্রতিনিধি এন্ডো ইডিজ ও প্রধান মন্ত্রীর কার্যালয় BEZA) এরযুগ্ম সচিব মোঃ হাসান আরিফ প্রমুখ।
জেপিটি হচ্ছে জাপািন ভাষার সার্টিফিকেশনের একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যা জাপানের জাস্টিস ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর সহায়তায় বাংলাদেশে কাইকম সলিউশানস্ জাপান বিডি কোম্পানী লিমিেিটডের দ্বারা জেপিটি বাস্তবায়িত হবে।
এই চুক্তির ফলে জাপানে কর্মসংস্থানে ইচ্ছুক বাংলাদেশি প্রার্থীগন খুব সহজে ঢাকাস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে জাপানি ল্যাংগুয়েজ প্রোফিসিয়েন্সি টেষ্ট (JPT) এর মাধমে সার্টিফাইড হতে পারবে। আগামী জুলাই ২০২২ থেকে বাংলাদেশ প্রথম জেপিটি কার্যক্রম শুরু হবে। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://jptbd.com