আর-ভেঞ্চারস ৩.০-এর দ্বিতীয় পর্বে ১২০ দল

সিনিউজ ডেস্ক: মোট ১২০টি প্রস্তাব বাছাইয়ের মাধ্যমে রবির ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ৩.০-এর প্রথম পর্ব শেষ হলো। প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্ব আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি রবি কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হবে।

প্রদত্ত প্রস্তাবের কার্যকারিতা, ব্যবসায়িক মডেল, প্রস্তাব জমা দেওয়া কোম্পানির কাঠামো, প্রযুক্তির ব্যবহার, আর্থিক বিশ্লেষণ এবং বাস্তবায়ন পরিকল্পনার উপর ভিত্তি করে ১২’শ বেশি প্রস্তাব থেকে ১২০টি প্রস্তাব পরবর্তী পর্বের জন্য বাছাই করা হয়েছে।

বাছাই করা দলগুলো দ্বিতীয় পর্বে  রবির উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য বিনিয়োগকারীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ জুরি প্যানেলের সামনে তাদের প্রস্তাবগুলো তুলে ধরবেন। এই পর্বে নির্বাচিত দলগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং তাদের ব্যবসায়িক পরিকল্পনা আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।