সিনিউজ ডেস্ক: অনারের নতুন স্মার্টফোন এক্স৭সি বাজারে আসার আগেই রেকর্ড-সংখ্যক প্রি-বুকিংয়ের মাধ্যমে টেকপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি, অনার এক্স৬বি’র পার্পল রঙের নতুন ফোনটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
মাত্র ২২,৯৯৯ টাকা মূল্যের অনার এক্স৭সি গত বছরের প্রি-অর্ডারের তুলনায় শতভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে। সুইস এসজিএস প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফায়েড এই স্মার্টফোনটি ৫-তারকা ড্রপ রেজিসট্যান্স রেটিং ও আইপি৬৪ রেটিংসহ ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিসট্যান্সের ক্ষেত্রে অসাধারণ স্থায়িত্ব দেখিয়েছে। একইসাথে, এর ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও ৩৫ ওয়াটের অনার সুপারচার্জ টেকনোলজির সহায়তায় ব্যবহারকারীরা ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকা সত্ত্বেও টানা ৫৫ মিনিট কথা বলার সুযোগ পাবেন।
এতে র্যাম বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে। ফলে, ব্যবহারকারীরা এখন ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের (রম) পাশাপাশি, ১৬ জিবি (৮ জিবি + ভার্চ্যুয়াল ৮ জিবি) র্যাম টার্বো টেকনোলজি উপভোগ করার সুযোগ পাবেন। স্ন্যাপড্রাগন ৬৮৫ সমৃদ্ধ এই ডিভাইসটিতে আলট্রা-ক্লিয়ার ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর নিখুঁত ও ঝকঝকে ছবি বা ভিডিও উপভোগ করতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৭ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে। ক্ষতি থেকে চোখ বাঁচাতে এর স্ক্রিনে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন ব্যবহার করা হয়েছে। নান্দনিক এই স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন ও মুনলাইট হোয়াইটের মতো অনিন্দ্য সুন্দর রঙে পাওয়া যাচ্ছে।
অনার এক্স৬বি স্মার্টফোনেও অনন্য সব ফিচার ব্যবহার করা হয়েছে। ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, সুবিশাল ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৩৫ ওয়াটের টার্বো-চার্জিং ফিচারের অনবদ্য এই হ্যান্ডসেটটির দাম মাত্র ১৪,৯৯৯ টাকা। তার ওপর, এর নতুন নিয়ে আসা পার্পল কালারের ফোনটি মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে।
অনারের নতুন এই স্মার্টফোনগুলো অনবদ্য সব ফিচারের কারণে ইতোমধ্যে বাংলাদেশের মানুষের হৃদয় জিতে নিয়েছে। শুধু তাই নয়, অনারের সকল পণ্যে ক্রেতারা যেন আকর্ষণীয় অফার উপভোগ করতে পারেন সেজন্য, এই নভেম্বরে মাসব্যাপী উইন্টার ক্যাম্পেইন নিয়ে আসা হয়েছে। তাহলে আর দেরি কেন, সর্বাধুনিক ফিচারের দুর্দান্ত স্মার্টফোনটি এখনই সংগ্রহ করুন। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন- http://www.smart-honor.com.