সিনিউজ ডেস্ক:আগামি ১৭ জুন ২০২৩ বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে অ্যামাজন ওয়েব সল্যুয়ুশান ক্লাউড ডে ২০২৩। দিনব্যাপী এই ইভেন্টের লক্ষ্য হল আন্তর্জাতিক এবং স্থানীয়ভাবে স্বীকৃত অ্যামাজন ওয়েব সল্যুয়ুশান (এ ডবিøউ এস) পেশাদার/প্রশিক্ষকদের দ্বারা পরিচালিত হাতে-কলমে কর্মশালা, ক্লাউড-নেটিভ অ্যাপ্লিকেশন এবং মেশিন লার্নিং তৈরির পাশাপাশি অংশগ্রহণকারীদের ইউনিকর্ন স্টার্টআপের পরবর্তী প্রজন্ম তৈরির রেসিপি সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং বিভিন্ন সেশনের মাধ্যমে অ্যামাজন ওয়েব সল্যুয়ুশান ক্যারিয়ার প্রোগ্রাম সম্পর্কে জানার সুযোগ তৈরী করে দেওয়া। এছাড়া সারা বাংলাদেশের বিষয় বিশেষজ্ঞ, জাতীয় নেতা, শিক্ষক এবং ক্লাউড উৎসাহীদের সাথে অ্যামাজন ওয়েব সল্যুয়ুশান (এ ডবিøউ এস) এর অফার করা ক্যারিয়ার প্রোগ্রাম সম্পর্কে জানা এবং নেটওয়ার্ক তৈরীর সুযোগ থাকবে দিনব্যাপী এ আােজনে।
উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিআইপিটিআই) যৌথভাবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডবিøউ এস) এর সহযোগিতায় বাংলাদেশের তরুণ মেধাবী তথ্যপ্রযুক্তি প্রেমীদের জন্য এই প্রথমবারের মতো এমন একটি অনুষ্ঠানের আয়োজন করছে।
ইভেন্টে ক্লাউড কম্পিউটিং ইন্ডাস্ট্রির একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সেই সাথে ব্রেকআউট সেশন এবং নেটওয়ার্কিং এর সুযোগ থাকবে। এমাজান ওয়েব সল্যুয়ুশান ক্লাউড ডে ২০২৩ বাংলাদেশ অত্যন্ত প্রত্যাশিত এবং সময়োপযোগী, কারণ এর প্রধান লক্ষ্য তথ্যপ্রযুক্তিখাতের উদ্যোক্তা, ছাত্র, শিক্ষক, শিক্ষাবিদ এবং অনুশীলনকারীদের একত্রিত করা।
আজ ২৪ মে, ২০২৩ তারিখে রাজধানীর ধানমন্ডিস্থ ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত “মিট দ্য প্রেসে এসব তথ্য জানানো হয়। “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যামাজন ওয়েব সল্যুয়ুশান ক্লাউড ডে ২০২৩ এর যুগ্ম-আহ্বায়ক ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডবিøউ এস) এর লিডার, সলিউশন আর্কিটেকচার, স্টার্টআপস, মোহাম্মদ মাহদী-উজ জামান । পাশাপাশি ইভেন্টের সহ-আহ্বায়ক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী এবং দীপ্তী’র নির্বাহী পরিচালক জনাব রথীন্দ্র নাথ দাস সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধিদের ইভেন্ট সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রদান করেন।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডবিøউ এস) ক্লাউড ডে বাংলাদেশ ২০২৩ একটি অত্যন্ত প্রত্যাশিত ইভেন্ট যা উদ্যোক্তা, ছাত্র, শিক্ষক, শিক্ষাবিদ এবং অনুশীলনকারীদের একত্রিত করবে। ইভেন্টে তিনটি সমান্তরাল ট্র্যাক থাকবে:
১. প্রযুক্তিগত ট্র্যাকঃ ক্লাউড-নেটিভ অ্যাপ্লিকেশন তৈরি এবং ডেটা চালিত মেশিন লার্নিং ব্যবহার করে তাদের নগদীকরণের কর্মশালা ।
২. বিজনেস ট্র্যাক ঃ বিলিয়ন ডলারের ইউনিকর্নের পরবর্তী প্রজন্ম এবং এ ডবিøউ এস পার্টনার প্রোগ্রাম গ্রাহকের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য একটি হ্যান্ডস-অন ওয়ার্কশপের জন্য বিজনেস ট্র্যাক।
৩. ক্যারিয়ার ট্র্যাক ঃ যাতে শিক্ষাবিদদের জন্য থাকবে এ ডবিøউ এস ছাত্র প্রোগ্রাম এবং প্রতিষ্ঠানগুলির জন্য নির্দিষ্ট প্রণোদনা সম্পর্কে শেখার ব্যবস্থা।
মিট দ্য প্রেসে আরো জানানো হয়, বাংলাদেশ থেকে যে কেউ নিবন্ধনের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১০ জুন, ২০২৩। নিবন্ধন ফি ৫০০/= টাকা। রেজিস্ট্রেশন লিংকঃ https://aws.dipti.com.bd
অংশগ্রহণকারীরা অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডবিøউ এস) প্রতিনিধিদের সাথে ইন্টারঅ্যাক্ট করার, ক্লাউড উদ্ভাবনের শক্তি উন্মোচন করার, নেক্সট-জেন ক্লাউড সলিউশন আবিষ্কার করার, হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স, শিল্প বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্ক তৈরী, বাস্তব-মুখী ও ব্যবহারিক শিক্ষা থেকে শিক্ষা গ্রহণও ক্লাউড বিপ্লবকে আলিঙ্গন করার সুযোগ পাবে। সর্বোপরি অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডবিøউ এস) সার্টিফিকেশন অর্জন করবে।