লেক্সার এর ডিডিআর৫ গেমিং র‍্যাম বাজারে

সিনিউজ ডেস্ক: গেমিং কম্পিউটার এর জন্য যারা ভালো মানের র‍্যাম খুজছেন তাদের জন্য গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো লেক্সার আরেস ৪৮০০ মেগাহার্টজ ডিডিআর৫ গেমিং র‍্যাম।

লেক্সার এর মতে এই নতুন র‍্যাম প্রযুক্তিটি তার পূর্ববর্তী, ডিডিআর৪ র‍্যাম এর তুলনায় ৫০ গুন বেশি পারফরম্যান্স প্রদান করবে। র‍্যামটির ক্যাপাসিটি ১৬ জিবি, ক্লক স্পীড ৪৮০০ মেগাহার্টজ। মেমোরিটি একটি মসৃণ অ্যালুমিনিয়াম হিট স্প্রেডার দিয়ে ডিজাইন করা হয়েছে যা গেমিং এর সময় মেমোরিসহ আপনার মাদারবোর্ডটিকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। তাছাড়াও র‍্যামটিতে একটি নতুন অন-ডাই ইসিসি (ত্রুটি সংশোধন কোড) বৈশিষ্ট্য রয়েছে যা ডেটার নির্ভরযোগ্যতা নিশ্চিত করে৷ র‌্যামটি ইন্টেল এক্সএমপি ৩.০ সমর্থন করে।

র‍্যামটি কিনলেই পেয়ে যাবেন প্রোডাক্ট লাইফ টাইম লিমিটেড ওয়্যারেন্টি। র‍্যামটি পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে অথবা যে কোন অথরাইজড ডিলার হাউজে। 
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৯৭৭৪৭৬৫৪০। 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।