সিনিউজ ডেস্ক: মেটাভার্স, গেমিং এবং এনএফটি নিয়ে কাজ করে এমন উদ্যোক্তাদের সাথে সংযোগ স্থাপন, শিল্প প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক তৈরি এবং শিক্ষার্থীদৈর মেটাভার্স, গেমিং সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির লক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়ার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর অন্তর্ভক্ত ৯টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল ৪ সেপ্টেম্বর আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ সমঝোতা স্বারক অনুষঠানে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ইন-চার্জ) ডঃ মোহাম্মদ নাদির বিন আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ ফখরে হোসেন ও ড্যাফোডিল ফ্যামিলির সিইও জনাব মোহাম্মদ ন্ুরুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগের প্রধান ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার এবং স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানগন চুক্তিতে স্বাক্ষর করেন। প্রতিষ্ঠানগুলো হলো ড্রিমার্জ ল্যাব, সফটলজি লিমিটেড, বাংলাদেশ আইটি ইনস্টিটিউট, সিঙ্গুলারিটি লিমিটেড, ধ্রæবক ইনফোটেক সার্ভিসেস লিমিটেড, ডিবাগ বিডি লিমিটেড, এক্সগুলার ই¯েপার্টস লিমিটেড, বাংলা পাজেল লিমিটেড এবং রাইজআপ ল্যাবস
সচেতনতা তৈরির অংশ হিসেবে আজকের অনুষ্ঠানে “বাংলাদেশে গেমিং ও মেটাভার্সের অবস্থা” শিরনামে গেমিং ও মেটাভার্স স¤পর্কিত পাঁচটি বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আলোচ্য বিষয়- বাংলাদেশের জন্য সুযোগ, তাৎক্ষণিক গেমিং পোর্টালের কেস স্টাডি, বাংলাদেশে ইস্পোর্টসের সুযোগ, এনএফটি, এবং মেটাভার্স। সেমিনারগুলি পরিচালনা করেন গেমস, এক্সআর ও এনএফটি, এক্সআর ও এনএফটি ও বেসিস স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান এবং এবং সিইও ডিবাগ বিডি লিঃ সানজার আদনান আলম, ড্রিমার্জ ল্যাবের প্রতিষ্ঠাতা ও সিইও এবং বেসিস ডিরেক্টর তানভীর হোসেন খান, বাংলা পাজল লিমিটেডর চেয়ারম্যান অ্যান্ড সিইও মোহাম্মদ আবদুল মজিদ, অ্যাঙ্গুলার এস্পোর্টস লিমিটেড সিইও মোঃ শাহরিয়ার মোবাশ্বির, নিবরাস আব্দুল্লাহ করিম এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এই শিল্প এবং একাডেমিক সহযোগিতায় সহায়তা করেছে। এছাড়াও, মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের অধীনে ডিআইইউ ক্রিযয়েটিভ পার্ক ক্লাব এই কর্মসূচি সফল করতে সহায়তা করেছে।