সিনিউজ ডেস্ক: এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স সপ্তাহ ২০২২ পালন করবে বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী ‘এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স সপ্তাহ ২০২২’ পালন করবে বাংলালিংক। এই আয়োজনে বাংলালিংক-এর প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে নৈতিকতা ও শিষ্ঠাচারের ভূমিকা তুলে ধরা হবে। এই কর্মসূচিতে বাংলালিংক-এর কর্মকর্তা, সহযোগী ও অংশীদারদের জন্য শিক্ষণীয় ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম থাকবে।
ব্যবসা পরিচালনার সকল ক্ষেত্রে বাংলালিংক সব সময় নৈতিক কার্যক্রমকে আপোসহীনভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এই বছরের স্লোগান হিসেবে নির্ধারিত হয়েছে ‘নৈতিকতা ও কমপ্লায়েন্স শুরু হবে আমার থেকে’।
সপ্তাহজুড়ে বাংলালিংক-এর কর্মীরা প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পরিচালিত নৈতিকতা এবং কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করবেন। নৈতিক আচরণ সমুন্নত রাখার লক্ষ্যে মতামত বিনিময় ও প্রতিশ্রুতি নবায়নের জন্যও আয়োজন থাকবে। অংশগ্রহণকারীদের সম্পৃক্ততা বাড়াতে এবং সব স্তরে নৈতিক চিন্তা ও আত্ম-উপলব্ধি বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। কারণ বাংলালিংক বিশ্বাস করে যে, কমপ্লায়েন্স প্রত্যেকের দায়িত্ব। এই আয়োজনের কার্যক্রমের মধ্যে থাকবে পাজল্, কুইজ, লোগো এবং স্লোগান তৈরির প্রতিযোগিতা। ব্যবসায়িক অংশীদারদেরকেও তাদের কমপ্লায়েন্স চর্চার অভিজ্ঞতা ব্যক্ত করার জন্য আমন্ত্রণ জানানো হবে। এরপর একটি প্যানেল আলোচনায় ব্যবসায়িক ক্ষেত্রে নৈতিকতা এবং কমপ্লায়েন্স সম্পর্কে মুক্ত মতামত বিনিময় করা হবে।
বাংলালিংক-এর চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ বলেন, “বাংলালিংক একটি নেতৃত্বস্থানীয় কমপ্লায়েন্ট এবং নৈতিক প্রতিষ্ঠান হিসেবে এর পরিচয় প্রতিষ্ঠা করেছে। আমরা আমাদের কমপ্লায়েন্স চর্চার মান আরও উপরে নিয়ে যেতে চাই, যা আমাদের কর্মকর্তা এবং অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স উইক ২০২২ স্বচ্ছ প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টার একটি অংশ। এর মাধ্যমে আমরা সবাইকে নৈতিকতার সাথে আরও উন্নতি অর্জনে অনুপ্রেরণা দিতে চাই। ”
কর্মকর্তা এবং অংশীদারদের সক্রিয় সহযোগিতা নিয়ে বাংলালিংক একটি নৈতিক এবং কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাবে।