দিনাজপুরে হাবিপ্রবিতে ৪র্থ শিল্পবিপ্লব বিষয়ক আইডিয়া প্রকল্পের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিনিউজ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প” টেকনোলজি বিষয়ক উদ্যোক্তা এবং উদ্ভাবকদের নিয়ে “৪র্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট প্রযুক্তি ও সক্ষমতা উন্নয়ন” বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করে। উক্ত প্রশিক্ষণটি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি এর উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন, হাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারসহ আরও অনেকে।

বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হলো চতুর্থ শিল্পবিপ্লব। ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের অন্যতম লক্ষ্য হতে হবে ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি। এরই আলোকে আইডিয়া প্রকল্পের এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা।

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।