সিনিউজ ডেস্ক: মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরের পর্দা উঠেছে পহেলা জানুয়ারি থেকে, চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশান সেন্টারের (বিবিসিএফইসি) এই মেলায় মিনিস্টার গ্রুপ নিয়ে এসেছে বিশেষ কিছু পণ্যের উপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়।
বাণিজ্য মেলায় পিএস ০৯ ও জিএস ৩৩ নম্বর প্যাভিলিয়নে মেলা শুরুর দিন থেকে এই অফার চালু হয়েছে। এই অফারের মাধ্যমে একজন ক্রেতা সাশ্রয়ী মূল্যে মিনিস্টারের ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়াও মেলায় সকল পণ্যের উপর বিশেষ ছাড় ও অফার দিচ্ছে মিনিস্টার গ্রুপ।
বাণিজ্য মেলার অফার সম্পর্কে মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, “মেলায় মিনিস্টারের উৎপাদিত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে মিনিস্টারের প্যাভিলিয়নে। এসব পণ্যের রয়েছে আলাদা আলাদা মডেল। তাছাড়া মিনিস্টারের প্যাভিলিয়নে এসে এক জায়গাতেই দরকারি সব দেশীয় পণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা। তাছাড়া পণ্য ও মডেল ভেদে রয়েছে আকর্ষণীয় ছাড়। ফলে মেলায় ক্রেতাদের আকর্ষণের শীর্ষে থাকবে মিনিস্টার প্যাভিলিয়ন।”
মিনিস্টার গ্রুপ সব সময় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই অফার দেওয়া। এছাড়াও মিনিস্টারের কিছু নতুন মডেলের টেলিভিশন ও ফ্রিজ নিয়ে এসেছে। যার উপরেও এই আকর্ষণীয় অফারটি চলবে।