সিনিউজ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু হয়েছে ডিজিটাল ডিভাইস ইনোভেশন এক্সপো–২০২৬। এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন সিকিউরিটি ও অটোমেশন খাতে তাদের এআই–ভিত্তিক নতুন পণ্য আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।
এক্সপোতে দর্শনার্থীদের জন্য ডিজিমার্ক সল্যুশনের বিভিন্ন পণ্য ও সল্যুশন প্রদর্শনের পাশাপাশি লাইভ সিকিউরিটি সল্যুশন ও ডিভাইস ডেমোনস্ট্রেশন উপস্থাপন করা হচ্ছে। এই মেলা ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিমার্ক সল্যুশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব সাহরিয়ার আলম, পরিচালক ওমর ফারুক রাব এবং মহাব্যবস্থাপক শেখ মনজুর হোসেন, সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এক্সপোতে দর্শনার্থীদের জন্য কিউআর কোড স্ক্যান করে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি এক্সপো উপলক্ষে ডিজিমার্ক সল্যুশনের বিভিন্ন পণ্যের ওপর বিশেষ অফার প্রদান করা হচ্ছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
