সেভর এক্সপোতে স্যামসাংয়ের সিস্টেম এসি সলিউশন প্রদর্শন

সিনিউজ ডেস্ক: সেভর এক্সপোতে অত্যাধুনিক সিস্টেম এয়ার কন্ডিশনিং (সিস্টেম এসি) সলিউশন প্রদর্শন করেছে স্যামসাং। সাইনটেক টেকনোলজির সাথে অংশীদারিত্বে, স্যামসাং এক্সপোতে অংশগ্রহণ করে এবং গ্রাহকদের সামনে ডিভিএম এস২ সহ ব্র্যান্ডটির সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন করে। গত ১৫ থেকে ১৭ মে আইসিসিবি হলে এই এক্সপো অনুষ্ঠিত হয়।

ডিভিএম এস২ জ্বালানি দক্ষতা, সর্বোত্তম শীতলীকরণ পদ্ধতি (পারফরম্যান্স) এবং স্মার্ট নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা হয়েছে। এই এক্সপোতে এইচভিএসি খাতের মূল অংশীদার, প্রফেশনাল (পেশাদার) এবং ডেভেলপারদের মাঝে যোগাযোগ স্থাপন করার সুযোগ তৈরি হয়।

এই আয়োজনে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের কর্মকর্তারা অংশ নেন। এর মধ্যে স্যামসাংয়ের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং; ডেপুটি জেনারেল ম্যানেজার (এসএসি বিজনেস ইন চার্জ) শাহিন হোসেন খান; দক্ষিণ পশ্চিম এশিয়ার রিজিওনাল প্রোডাক্ট ম্যানেজার (সিস্টেম এয়ার কন্ডিশনার) হিওজেওং লি; এবং বি টু বি সেলস ম্যানেজমেন্টের চিফ ম্যানেজার (প্রধান ব্যবস্থাপক) দিব্যাংশু শর্মা উপস্থিত ছিলেন। সাইনটেক টেকনোলজি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আল-আমিন এবং চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং বলেন, “বাংলাদেশি বাজারের জন্য জ্বালানি-সাশ্রয়ী এবং স্মার্ট এইচভিএসি সমাধান প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”

সাইনটেক টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আল-আমিন বলেন, “স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের সাথে এই অংশীদারিত্ব আমাদের সারা দেশে সেরা মানের এইচভিএসি সিস্টেম সরবরাহ করার সুযোগ করে দিয়েছে। আমরা সেভর এক্সপোতে একসাথে অংশগ্রহণ করার মাধ্যমে বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উপযোগী উদ্ভাবন প্রদর্শন করতে পেরে আনন্দিত।”

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।