সিনিউজ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন ২ মডেলের কীবোর্ড নিয়ে এলো এফোরটেক। FBK27C AS, FBK36C AS এই কীবোর্ড দুটি ব্লুটুথ এবং ২.৪জি ওয়্যারলেস কানেকশন সাপোর্ট করে।
ডুয়াল কানেক্টিভিটি সমর্থন করে যার ফলে ব্লুটুথ এবং ২.৪জি ওয়ারেন্টি কানেকশন একসাথে ব্যবহার করা যায় কীবোর্ড ২টিতে। খুবই কম্পেক্ট এবং ট্রেন্ডি ডিজাইন হওয়াতে দেখতে মিনিমাল লাগে। বিশেষ কিছু ফিচারস এতে রয়েছে যা হচ্ছে অপারেটিং সিস্টেম সোয়াপ এটা দিয়ে এক ক্লিকেই মোবাইল থেকে ল্যাপটপ স্ক্রীনে যাওয়া যায়, ১২টি মাল্টিমিডিয়া কী ফাংশন এবং অ্যান্টি স্লিপ মুড যা আপনি ডিভাইস রেখে উঠে গেলে আপনার ডিভাইস কে অটোমেটিক স্লিপ মুডে যাওয়া থেকে বিরত রাখবে।
ন্যানো রিসিভার এর সাথে আছে উইন্ডোজ, ম্যাক ওএস, আইওএস, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, হারমনি ওএস কম্পাবিলিটি সুবিধা। রয়েছে ১ বছরের ওয়ারেন্টি সুবিধা।
এফোরটেক এই কীবোর্ড ২টি বাজারে এনেছে গ্লোবাল ব্রান্ড পিএলসি। প্রোডাক্টগুলো এখন পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।