সিনিউজ ডেস্ক: সাম্প্রতিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় নেত্রকোনা জেলা হুয়াওয়ে ও বিটিসিএল’র সহযোগিতায় বন্যাকবলিতদের জন্য ত্রাণ সামগ্রী। জেলার ছয় উপজেলায় আটকা পড়েছিলেন প্রায় ৬ লাখ মানুষ, আর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন প্রায় ১৬ হাজার মানুষ। কলমাকান্দা, দুর্গাপুর, মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছেন দুর্যোগ কবলিত মানুষরা।
এ অঞ্চলের অধিবাসীদের প্রতিকূল অবস্থার কথা বিবেচনা করে, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বন্যাকবলিতদের পাশে এসে দাঁড়িয়েছে দেশে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড ও বিটিসিএল। এ উদ্যোগের মাধ্যমে ৩ জুলাই বিটিসিএল কার্যালয়ে হুয়াওয়ে এক হাজার ব্যাগের বেশি ত্রাণ সামগ্রী পূর্ণ ব্যাগ বিটিসিএল -এর কাছে হস্তান্তর করে।
এউপলক্ষেঅনুষ্ঠিতএকপ্রতীকীঅনুষ্ঠানেহুয়াওয়েটেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডেরচিফঅপারেটিংঅফিসারতাওগুয়ানগিয়াওবিটিসিএল’রব্যবস্থাপনাপরিচালকড. মো. রফিকুলমতিনেরকাছেত্রাণসামগ্রীহস্তান্তরকরেন।এসময়অনুষ্ঠানেউপস্থতিছিলেনডাকওটেলিযোগাযোগবিভাগেরমন্ত্রীমোস্তাফাজব্বারএবংডাকওটেলিযোগাযোগবিভাগেরসচিবখলিলুররহমান।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বারবলেন, “ভয়াবহবন্যাপরিস্থিতিরকারণেআমাদেরদেশকঠিনওচ্যালেঞ্জিংসময়েরমধ্যদিয়েযাচ্ছে।এপ্রতিকূলসময়আমাদেরদায়িত্বএকেঅন্যেরপাশেদাঁড়ানো।হুয়াওয়েওবিটিসিএলভয়াবহএবন্যাপরিস্থিতিতেদুর্যোগকবলিতমানুষেরসহায়তায়এগিয়েএসেছেদেখেআমিঅত্যন্তআনন্দিত।”
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিওও তাওগুয়ানগিয়াও বলেন, “মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর বিষয়টি সবসময় বজায় রেখে চলেছে হুয়াওয়ে। এবার আবারও আমরা বিটিসিএল’র সাথে একসাথে দুঃস্থ মানুষের সহায়তায় তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের প্রত্যাশা এ ত্রাণ সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করবে। ভবিষ্যতেও সম্ভাব্য সকল উপায়ে হুয়াওয়ে বাংলাদেশের মানুষের সহায়তায় পাশে এসে দাঁড়াবে।”
বিটিসিএল‘র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনবলেন, “ত্রাণসামগ্রীপৌঁছেদেয়ারক্ষেত্রেহুয়াওয়েরসাথেঅংশীদারিত্বকরতেপেরেআমরাআনন্দিত।এখনচ্যালেঞ্জিংসময়, আরএসময়েএকমাত্রসম্মিলিতপ্রচেষ্টারমাধ্যমেইআমরাসকলপ্রতিকূলতাপেরিয়েএগিয়েযেতেপারবো।বন্যায়ক্ষতিগ্রস্তমানুষরাযেনোএকঠিনসময়থেকেবেরিয়েআসতেপারেনএজন্যআমরাআমাদেরধারাবাহিকপ্রচেষ্টাঅব্যাহতরাখবো।”
বিটিসিএল’রকাছেহস্তান্তরকরাএকহাজারেরওবেশিত্রাণসামগ্রীরব্যাগগুলোতেরয়েছেমুড়ি, চিড়া, চিনি, মোম, ম্যাচবাক্স, টোস্টবিস্কুটসহপ্রয়োজনীয়অন্যান্যপণ্যসামগ্রী।অতিশীঘ্রইক্ষতিগ্রস্তদেরমাঝেএত্রাণসামগ্রীবিতরণেপ্রয়োজনীয়ব্যবস্থাগ্রহণকরবেবিটিসিএল।
গত সপ্তাহে হুয়াওয়ে নেত্রকোনার খালিয়াজুরীর দুই হাজারের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। সে সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরীর উপজেলা পরিষদ চেয়ারম্যান রব্বানী জব্বার, ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম এবং মেজর জিসানুল হায়দার।