লেক্সার এর সাথে স্টোরেজে গতি আনুন, পারফরম্যান্সে আস্থা রাখুন

সিনিউজ ডেস্ক: ডিজিটাল যুগে গতি আর নির্ভরযোগ্যতা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। ঠিক এই চাহিদাকে মাথায় রেখে লেক্সার নিয়ে এসেছে তাদের নতুন প্রজন্মের ইন্টারনাল এসএসডি, যেগুলো পারফরম্যান্স, স্টোরেজ আর দীর্ঘস্থায়ীত্ব – সবদিক থেকেই একধাপ এগিয়ে।

 

লেক্সার-এর এসএসডি গুলোর মধ্যে থাকছে উন্নত এনভিএমই প্রযুক্তি, যা আগের যেকোনো সাটা এসএসডি থেকে অনেক গুণ দ্রুত। দারুণ রিড- রাইট স্পিডের পাশাপাশি পাওয়া যাবে হিট কন্ট্রোল টেকনোলজি, যাতে আপনার ডিভাইস থাকে ঠান্ডা, আর কাজ চলে অবিরাম।

 

হেভি ইউজার, গেমিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ—সবকিছুতেই পাওয়া যাবে ফাস্ট অভিজ্ঞতা জেন ৪ এসএসডির মাধ্যমে। লেক্সার জেন ৪ এনভিএমই এসএসডির গুলোর মধ্যে রয়েছে এনকিউ৭৯০ ৫০০ জিবি, এনএম৭৯০ ১টিবি, ২টিবির ভেরিয়েন্ট।

 

কম পাওয়ার কনজাম্পশন, স্ট্যাবল পারফরম্যান্স আর ভ্যালু-ফর-মানি অভিজ্ঞতা—সব মিলে এনএম৬২০ সিরিজ এসএসডি আপনার পুরনো জেন৩ সিস্টেমেও আনবে নতুন প্রাণ। মিলবে ৫১২ জিবি ও ১ টিবি ভেরিয়েন্টে।

 

লেক্সার তার গ্রাহক সেবা ও ওয়ারেন্টি সম্পর্কে বেশ সুনাম অর্জন করেছে যা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে গ্লোবাল ব্রান্ড পিএলসি। পারফরম্যান্স ও ভরসার প্রতীক লেক্সার এর নতুন এসএসডি গুলো দিয়ে আপনার পিসি বা ল্যাপটপে আনতে পারে নতুন অভিজ্ঞতা। এখনই আপগ্রেড করুন।

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।