র‍্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল ক্যাম্পেইন

সিনিউজ ডেস্ক: আজ ১৩ই এপ্রিল, রবিবার র‍্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে উদ্বোধন করা হলো এসি কার্নিভাল ক্যাম্পেইন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. ভুপেন ভার্দওয়াজ, সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং প্যানাসনিক এবং মি. বিজয় সিং জি বি এসের পক্ষ থেকে। র‍্যাংগস ইমার্ট থেকে উপস্থিত ছিলেন মি. ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর; মোঃ রাশেদুল ইসলাম হেড অব বিজনেস, মি. তাসকিন হোসেন হেড অব মার্কেটিং এবং মি. রায়হান আহমেদ হেড অব প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

প্যানাসনিকের সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মি. ভুপেন ভার্দওয়াজ ক্যাম্পেইনটি সম্পর্কে বলেন, “র‍্যাংগস ই-মার্ট এসি কার্নিভাল আমাদের গ্রাহকদের উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, তাঁদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

 

ক্যাম্পেইনটি সম্পর্কে ইয়ামিন শরীফ চৌধুরী- ডিভিশনাল ডিরেক্টর বলেন, “র‍্যাংগস ই-মার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এসি কার্নিভাল ক্যাম্পেইন আমাদের সেই অঙ্গীকারেরই একটি মাইলফলক, যা গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সামারকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ, যেন ক্রেতারা তাদের পছন্দের যেকোন ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন। ক্রেতাদের সুবিধার্থে র‍্যাংগস ইমার্টের এই কার্নিভালে থাকছে ৬টি ব্র্যান্ড প্যানাসনিক, এলজি, হাইসেন্স, হুন্দাই, দাইকিন এবং তোশিন র‍্যানকন সহ আরও অনেক প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড এর ৪৮,৫০০-১,৪০,০০০ পর্যন্ত মূল্যের ২৩ টিরও বেশি এসি। এই কার্নিভালে আরও থাকছে দুর্দান্ত অফার সহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেয়ার সুবর্ন সুযোগ, ২৪ ঘন্টার মধ্যে ফ্রি ইন্সটলেশন সুবিধা, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের এসিতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি এবং ২৪ মাস পর্যন্ত ০% ই এম আই সুবিধা। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য একটি সময়োপযোগী আয়োজন।

 

অনলাইন কেনাকাটা ও ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন rangsemart.com.bd/

অথবা ১৬৬০৭ হটলাইন নম্বরে যোগাযোগ করুন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।