রাজশাহীতে উদ্যোক্তাদের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও আইপিডিসি

সিনিউজ ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে রাজশাহীতে উদ্যোক্তা-ব্যাংকার বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, আয়োজিত এ সভায় রাজশাহীর রেশম শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য অর্থায়ন ত্বরান্বিত করার পাশাপাশি ২৫,০০০ কোটি টাকার স্কিমের আওতায় প্রি-ফাইন্যান্সিং সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তাফা, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাজমুল হক, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, যুগ্ম পরিচালক রহিমা খাতুন এবং যুগ্ম পরিচালক মামুনুর রশিদ। এছাড়া, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির (বিআরএসএমএস) সভাপতি জনাব লিয়াকত আলি সভায় উপস্থিত ছিলেন। আইপিডিসি ফাইন্যান্স পিএলসি.-এর পক্ষ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আশিক হোসেন এবং এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ মাহমুদুর রহমান শাওন সভায় অংশ নেন।

 

রাজশাহী রেশম ক্লাস্টারের ৭০ জন উদ্যোক্তা ও প্রি-ফাইন্যান্সিং সুবিধাভোগী প্রান্তিক কৃষকরা এই আলোচনায় অংশ নেন, যেখানে তারা তাদের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আলোচনায় রেশম শিল্পের প্রবৃদ্ধির অন্তরায়, সম্ভাব্য সমাধান এবং বাংলাদেশ ব্যাংক ও রেশম বোর্ডের ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক পরিকল্পনা শেয়ার করেন, এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ৭% সুদ হারে ঋণ সুবিধার প্রভাব ও ভবিষ্যৎ অর্থায়নের চাহিদা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন।

 

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আশিক হোসেন বলেন, আমরা উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে নিতে চাই। এই উদ্যোগ শুধু ঋণ প্রদান নয়, বরং ব্যবসার টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

 

এই মতবিনিময় সভাটি রাজশাহীর উদ্যোক্তাদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্স ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা, আর্থিক সহায়তা সহজলভ্য করা এবং রেশম শিল্প ও ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।