যে ল্যাপটপ আপনার চিন্তার থেকেও স্মার্ট – লেনোভো Yoga ৭আই ডিজাইন জেনারেশন ১০

সিনিউজ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় লেনোভো ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাজারে এনেছে নতুন প্রজন্মের Lenovo Yoga 7i 2-in-1 ল্যাপটপ। প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে এতে রয়েছে Intel Lunar Lake, Copilot+ AI, এবং সর্বাধুনিক পারফরম্যান্স — যা চলতি পথে থাকা ক্রিয়েটর ও প্রফেশনালদের জন্য আদর্শ।

নতুন Yoga 7i মডেলসমূহে যা যা থাকছেঃ

Yoga 7i (83JQ0054LK)

এই মডেলটিতে রয়েছে Intel Core Ultra 5-228V প্রসেসর, যা সর্বোচ্চ 40 TOPS AI acceleration সমর্থন করে। এতে রয়েছে 32GB DDR5x RAM, 1TB NVMe SSD, এবং Intel ARC GFX 130V গ্রাফিক্স। ১৪” ২.৮কে OLED Dolby Vision HDR ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। মাত্র ১.৩৮ কেজি ওজনের MIL-STD-810H SeaShell চ্যাসিস সহ এতে আছে Yoga Pen, Dolby Atmos কোয়াড-স্পিকার, WiFi 7, Bluetooth 5.4, এবং Thunderbolt 4.0 এর সুবিধা।

Yoga 7i (83JQ0053LK)

পাওয়ার ইউজারদের জন্য তৈরি এই ফ্ল্যাগশিপ মডেলটিতে রয়েছে Intel Core Ultra 7-258V প্রসেসর, যা সর্বোচ্চ 47 TOPS AI acceleration প্রদান করে। রয়েছে Intel ARC GFX 140V, ১৪” 120Hz OLED ডিসপ্লে, 32GB DDR5x RAM, 1TB NVMe SSD, এবং একই প্রিমিয়াম বিল্ড ও কানেক্টিভিটি। সাথে রয়েছে উইন্ডোজ ১১ হোম এবং মাইক্রোসফট অফিস হোম ২০২৪ সফটওয়্যার।

দুইটি Yoga 7i মডেলই Copilot+ PC, যা রিয়েল-টাইম AI সক্ষমতা দিয়ে কাজের ধরন বদলে দেয়।

স্মার্ট ফটো এডিটিং থেকে ভয়েস-অ্যাসিস্টেড ওয়ার্কফ্লো — সবকিছুই এখন আরও দ্রুত, সহজ ও স্মার্ট।

Lenovo Yoga 7i এখন বাংলাদেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর সারাদেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে ২ বছরের ওয়ারেন্টি এবং ইন্টেল ইভো সার্টিফিকেশন, যা নিশ্চিত করে প্রিমিয়াম পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।