সিনিউজ ডেস্ক: লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২’-এ “মাস্টারকার্ড কন্টাক্টলেস (ইস্যুয়িং)” এবং “মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডোমেস্টিক)” বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার অর্জন করেছে। গত বৃহস্পতিবার, ২৪শে নভেম্বর, ২০২২ তারিখে “টুওয়ার্ডস এ স্মার্ট ট্রান্সফরমেশন” থিম নিয়ে মাস্টারকার্ড অনুষ্ঠানটি সম্পাদন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম; বিকাশ ভার্মা, চিফ অপারেটিং অফিসার, দক্ষিণ এশিয়া, মাস্টারকার্ড এবং সৈয়দ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অব রিটেইল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট – খোরশেদ আলম, হেড অফ কার্ডস ও ভাইস প্রেসিডেন্ট – মো. মিনহাজ উদ্দিন এবং মাস্টারকার্ডের অংশীদার ব্যাংক, ফিনটেক এবং মার্চেন্টস পার্টনারদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।