‘ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪’ জিতলো বিকাশ

সিনিউজ ডেস্ক: ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ‘ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪’ এর ২টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ ওয়ালেটের মাধ্যমে সর্বোচ্চ লেনদেন করায় টানা ৩য় বারের মতো “ওয়ালেট পার্টনারশিপ” ক্যাটাগরিতে এবং বিকাশ অ্যাপ থেকে সরাসরি ভিসা পেমেন্ট সুবিধা চালু করায় “প্রোডাক্ট ইনোভেশন” ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিকাশ-এর চিফ কাস্টমার সার্ভিস অফিসার নিশাত রহমান। এসময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার, ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া গ্রুপের কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ, ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর সাব্বির আহমেদ, বিকাশ-এর হেড অফ ব্যাংকিং পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস আদনান কবির রকি সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

গ্রাহকসেবার উন্নয়ন এবং জরুরি আর্থিক সেবা দেশের প্রতিটি প্রান্তে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে নিয়মিত প্রযুক্তিগত উদ্ভাবনে বিনিয়োগ করে আসছে বিকাশ। নিরাপদ ও সময়সাশ্রয়ী এসব ডিজিটাল আর্থিক সেবা দিয়ে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতাও এনেছে বিকাশ। আর তাই দেশের মানুষের কাছে ডিজিটাল অর্থ লেনদেনের সমার্থক শব্দ হয়ে উঠেছে বিকাশ।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।