সিনিউজ ডেস্ক: বেকারত্ব সমস্যা সমাধানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের বেকার যুবকদের আত্ম-কর্মসংস্থান মূলক বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। ‘বেকারত্ব মোচনে ও সম্মানজনক কর্মসংস্থানে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বিষয়ক’ প্রশিক্ষণটি চলবে আগামী ৯ মাস ব্যাপী।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পটি চালু করেছে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট সোসাইটি (এনবিডিএস) । এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫০ জন শিক্ষিত যুবক বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। বেলতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম রবিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে ছিলেন উপজেলা আইসিটি অফিসার মাহবুবা আলম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন আজিমপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক রোমানা আক্তার শিরিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ উদ্বোধন কালে বক্তারা বলেন, জনবহুল একটি দেশের বেশিরভাগ নারী পুরুষ যদি কর্মক্ষম এবং উপার্জনক্ষম হয় তাহলে সে দেশের অর্থনৈতিক ভিত্তি স্বাভাবিকভাবে মজবুত হতে বাধ্য। জনশক্তিকে কারিগরি জ্ঞানে সমৃদ্ধ করে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে আমাদের সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। এটা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার সঠিক এবং কার্যকর উপায়। বেকার, কারিগরি জ্ঞানশূন্য তরুণ-তরুণীদের মেধা, শ্রম ও মননশীলতাকে যথার্থভাবে কাজে লাগাতে না পারলে আমাদের জাতীয় জীবনে আরো অনেক দুর্যোগ এসে হানা দিতে পারে। আমরা কোনোভাবেই তা চাই না। সেই লক্ষ্যে এই প্রশিক্ষণ সত্যি কার্যকরী একটি পদক্ষেপ।