বিঞ্জে আসছে ভিকি জাহেদের ‘নীল সুখ’

সিনিউজ ডেস্ক: রবি’র সাবসিডিয়ারি কোম্পানি আর ভেঞ্চারস পি এল সি এর ওটিটি প্লাটফর্ম বিঞ্জ ( Binge)-এ আসছে নন্দিত নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে এই ওয়েব ফিল্মের অফিসিয়াল ট্রেলার। এর আগে গত ৮ ফ্রেব্রুয়ারি ফিল্মটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

সোমবার রাজধানীর তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের শান্তা ফোরামে ট্রেলার রিলিজ অনুষ্ঠানে জানানো হয়, অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে ওয়েবফিল্মটি। আর ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ দৃষ্টি কেড়েছে কনটেন্টটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/ তোমার চরণে দিবো হৃদয় খুলিয়া’ গানটির সাথে রিলিজ হয়েছে নীল সুখের ট্রেলার। এরসঙ্গে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহানের অসাধারণ অভিনয় দর্শকের মন কেড়েছে ইতোমধ্যে। সঙ্গীত, অভিনয় ও দৃশ্যের অভূতপূর্ব সমন্বয়ে ‘নীল সুখ’-কে ঘিরে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে।

ট্রেলার রিলিজ অনুষ্ঠানে নির্মাতা ভিকি জাহেদ বলেন, “এবার নিখাদ ভালোবাসার গল্প নিয়ে এসেছি। দু’টি মানুষের ভালোবাসা, পারিপার্শ্বিক অবস্থা, তাদের বেদনা ও সুখের গল্পই হচ্ছে ‘নীল সুখ’। এটি গতানুগতিক ভালোবাসার গল্পের চাইতে একটু আলাদা। তবে কীভাবে আলাদা-এটা ‘নীল সুখ’ ওয়েব ফিল্ম দেখলেই জেনে যাবেন দর্শকরা।”

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ এটি আমার তৃতীয় কাজ এবং একইসঙ্গে নির্মাতা ভিকি জাহেদের সাথেও তৃতীয় কাজ। এর আগের দু’টি ওটিটি কন্টেন্ট সুপারহিট ছিল। আমি আশাবাদী তৃতীয়টাও সুপারহিট হবে।“ মেহজাবীন আরও বলেন, “ভিকি জাহেদের কাছ থেকে গল্পটা শুনে প্রথমবারেই রাজি হয়ে যাই।“

এছাড়া ‘নীল সুখ’-এর অন্যতম অভিনেতা ফররুখ আহমেদ রেহান বলেন, “আমার মনে হচ্ছে এ বছর ভ্যালেন্টাইনে এটা হতে যাচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসার গল্প।“

ট্রেলার রিলিজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। ‘কতবার ভেবেছিনু’ গানের মাধ্যমে অনেকদিন পর কামব্যাক হতে যাচ্ছে তার।

ট্রেলারটি রিলিজের পর অনলাইনে উন্মাদনা শুরু হয়ে গেছে। বিঞ্জ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ট্রেলারের নিচে কমেন্ট করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা। অফিসিয়াল গান, তারপর ধামাকাদার ট্রেলার; সবকিছুতে ভিকি জাহেদ তার মুন্সিয়ানা দেখিয়েছেন। এখন শুধু অপেক্ষা ১৮ ফেব্রুয়ারির। ভালোবাসার মাসে সেরা ভালোবাসার এ গল্প দর্শককে যে অনেকদিন বিমোহিত করে রাখবে- ট্রেলার দেখেই তা বোঝা যায়।

নীল সুখ-এর মিউজিক ভিডিও দেখুন এই লিংকে- https://www.youtube.com/watch?v=3JxwqQ7R4YI&list=PLD2sJJm4jZgrT8Q7ZgzU4UfvKizezh6z0

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।