সিনিউজ ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় ক্লাসিফাইড সাইট বিক্রয়, মেম্বার এবং বিজনেস পার্টনারদের জন্য ‘বিক্রয় কার্নিভাল ২০২৩ – স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বিজনেস’ শীর্ষক একটি গ্র্যান্ড মিট-এর আয়োজন করেছে। সম্প্রতি, রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে বিক্রয়-এর মেম্বার, পার্টনার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের উপস্থিতিতে এই গ্র্যান্ড মিট অনুষ্ঠানটি হয়।
বিক্রয় কার্নিভাল ২০২৩-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সেক্রেটারি মো: সামসুল আরেফিন। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী’র কার্যালয়ের এ-টু-আই প্রোগ্রামের হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামী; রবি আজিয়াটা লিমিটেড-এর এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী; গ্রামীণফোন লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাঈমুর রশিদ; বেসিস-এর প্রেসিডেন্ট রাসেল টি. আহমেদ; এবং দৈনিক প্রথম আলো’র যুব কর্মসূচীর প্রধান মুনির হাসান। আরও উপস্থিত ছিলেন বিক্রয়-এর সিইও ঈশিতা শারমিন সহ বিক্রয়-এর ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বিক্রয়-এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া, বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২৩-এর ঘোষণা, বিক্রয়-এর বিভিন্ন নতুন প্রোডাক্ট ও সার্ভিস লঞ্চ, এবং বিক্রয় কার্নিভাল ২০২৩-এর ট্যাগলাইন ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বিজনেস’ নিয়ে বিশেষ প্যানেল আলোচনা করা হয়। মূল আকর্ষণ হিসেবে ভ্যালুড মেম্বার ও পার্টনারদের হাতে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কার্নিভাল প্রসঙ্গে বিক্রয়-এর সিইও ঈশিতা শারমিন বলেন, “দীর্ঘ গত ১১ বছরে প্রায় ২.৫ কোটি বিক্রেতা আমাদের সার্ভিসের মাধ্যমে ব্যবসার প্রচার-প্রসার করে আসছেন। বিক্রয়-এর সার্ভিস ভবিষ্যতে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আজকের এই আয়োজন। এই পথচলায় আমাদের পাশে থাকার জন্য আজকের প্রধান ও বিশেষ অতিথি, সকল প্যানেলিস্ট, মেম্বার এবং কর্পোরেট পার্টনারদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রাহক সমর্থনের শক্তিকে পুঁজি করে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে বিক্রয় বহুদূর পাড়ি দিবে এটিই প্রত্যাশা।”