সিনিউজ ডেস্ক: লেনোভো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড, বাংলাদেশের বাজারে নতুন এআই পাওয়ারড IdeaPad Slim 5i (83DC005MLK) ল্যাপটপটি চালু করেছে। এই ল্যাপটপটি বিশেষভাবে গ্রাফিক্স ডিজাইনিং, কনটেন্ট ক্রিয়েশন এবং অন্যান্য ক্রিয়েটিভ কাজের জন্য প্রস্তুত, যা ব্যবহারকারীদের জন্য আধুনিক কার্যক্ষমতা এবং উন্নত প্রযুক্তি প্রদান করবে।
উন্নত পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইন দিতে লেনোভো IdeaPad Slim 5i ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ৪.৫ গিগাহার্জ ইন্টেল কোর আল্ট্রা ফাইভ-১২৫ H প্রসেসর, ১৬ জিবি ডিডিআরফাইভএক্স-৭৪৬৭ র্যাম এবং ৫১২ জিবি জেন৪ এসএসডি। এই শক্তিশালী হার্ডওয়্যার কনফিগারেশনে ল্যাপটপটি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অন্যান্য ক্রিয়েটিভ কাজে দ্রুত কাজ করার সক্ষমতা প্রদান করবে, যা দেখতে খুব স্লিম।
প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে ল্যাপটপটির ১৬ ইঞ্চি আইপিএস এন্টি গ্লেয়ার ডিসপ্লে রয়েছে, যা ১০০% sRGB কালার প্রদান করে। ডিসপ্লের ব্রাইটনেস ৩০০ নিটস, যা সব ধরনের পরিবেশে পরিষ্কার দৃশ্যমানতা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের চোখ সুরক্ষিত রাখতে ডিসপ্লে তে টিইউভি লো ব্লু লাইট ফিচার ব্যবহার করা হয়েছে।
পাশাপাশি এতে রয়েছে স্টোরেজ আপগ্রেড সুবিধা, আইআর ওয়েবক্যাম উইথ টফ সেন্সর, উইন্ডোজ হ্যালো ফেস লক, জেনুইন উইন্ডোজ ১১ হোম, অপ্টিমাইজড ডলবি স্পিকার, মিলিটারি গ্রেড টেস্টেড ও এনার্জি সার্টিফিকেশন।
ক্লাউড গ্রে কালারের ল্যাপটপটি ২ বছরের ওয়ারেন্টি সুবিধা দিয়ে পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, বিভিন্ন শাখা অফিস এবং অনুমোদিত রিসেলার পয়েন্টে।