ফিন্যান্স বিষয়ে বিনামূল্যে কোর্স চালু করলো টেন মিনিট স্কুল ও বিকাশ

সিনিউজ ডেস্ক: প্রতিদিনের লেনদেন, আয়-ব্যয় এর পরিকল্পনা, সঞ্চয়, ঋণ, বিনিয়োগ, বিমা, জরুরি তহবিল ব্যবস্থাপনা সহ আর্থিক লেনদেনে নিরাপদ থাকার উপায় জানাতে বিনামূল্যে বিশেষ কোর্স চালু করেছে অনলাইন শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল ও দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। মোবাইল ভিত্তিক আর্থিক লেনদেনের এই যুগে সব শ্রেণির মানুষ বিশেষ করে তরুণদের আর্থিক ব্যবস্থাপনায় আরও দক্ষ, সচেতন এবং নিরাপদ করে তুলতে পাঁচটি মডিউলে মোট ২৫টি শিক্ষামূলক ভিডিও নিয়ে কোর্সটি চালু করেছে প্রতিষ্ঠান দুটি।

 

উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও ডিজিটাল লেনদেন বাড়ছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সহ বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা ব্যবহার করার মাধ্যমে ইতোমধ্যে একটা অভ্যাসগত পরিবর্তনও শুরু হয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ব্যবহারের হার বেশি। ভবিষ্যৎ বাংলাদেশের ক্যাশবিহীন অভিযাত্রায় জরুরি হয়ে পড়েছে ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জানা। প্রযুক্তি ভিত্তিক লেনদেনে তৈরি থাকতে ছোট ছোট পরামর্শ এবং মৌলিক তথ্যে সাজানো হয়েছে কোর্সগুলোকে।

 

সম্প্রতি, টেন মিনিট স্কুল এর ফেসবুক পেজে লাইভ ইভেন্টে ‘মানি জ্ঞানী: ডিজিটাল ফিন্যান্সিয়াল মাস্টারি’ কোর্সটির উদ্বোধন করা হয়। ‘টাকা, লেনদেন ও আয়-ব্যয় এর হাতেখড়ি’, ‘নিজের জন্য একটুখানি পার্সোনাল ফিন্যান্স’, ‘ডিজিটাল জগতে আর্থিক লেনদেন’, ‘ডিজিটাল ফিন্যান্সিয়াল সিকিউরিটি’ এবং ‘সুনাগরিকদের জন্য এডভান্সড ফিন্যান্সিয়াল লিটারেসি’ – এই পাঁচটি মডিউলের কোর্স প্রশিক্ষক হিসেবে আছে আয়মান সাদিক সহ টেন মিনিট স্কুল ও বিকাশ এর এক্সপার্টরা। ভিডিও সেশনগুলোর মাধ্যমে জানার পর কতটা জানা হলো তা যাচাইয়ের জন্য রয়েছে সহজ কিছু প্রশ্ন-উত্তর পর্ব। সম্পূর্ণ ফ্রি এই কোর্সটি শেষ করার পর অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ডিজিটাল সার্টিফিকেট।

 

কোর্সটিতে অংশ নিতে চাইলে টেন মিনিট স্কুল এর ওয়েবসাইট থেকে অথবা সরাসরি এই লিংকে https://tinyurl.com/yc6rh6t3 ক্লিক করে ‘ফ্রি-তে ভর্তি হোন’ বাটনটিতে ট্যাপ করতে হবে। এখানে মোবাইল নাম্বার বা ইমেইল আইডি দিয়ে ওটিপি বসিয়ে সাবমিট করতে হবে। এরপর আগ্রহী শিক্ষার্থীর নাম, পাসওয়ার্ড বসিয়ে নিশ্চিত করলেই শিক্ষার্থীরা কোর্সটিতে অংশ নিতে পারবেন।

 

টাকার ইতিহাস থেকে শুরু করে ক্যাশ টাকা ও ডিজিটাল টাকার ব্যবহার, সুবিধা-অসুবিধা ও গুরুত্ব নিয়ে তৈরি করা হয়েছে ‘টাকা, লেনদেন ও আয়-ব্যয় এর হাতেখড়ি’ মডিউলটি। ‘নিজের জন্য একটুখানি পার্সোনাল ফিন্যান্স’ মডিউলে শেখানো হয় ব্যক্তিগত অর্থায়ন অর্থাৎ আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খরচের পরিকল্পনা, সঞ্চয়, লোন ও বিনিয়োগ করা বিষয়ে। প্রযুক্তির কল্যাণে এখন ডিজিটাল পদ্ধতিতে সহজে, নিরাপদে ও তাৎক্ষণিক টাকা লেনদেন করা যায়। ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা ও এর মাধ্যমে খুব সহজেই প্রতিদিনকার লেনদেন সম্পন্ন করার বিষয়গুলো শেখানো হবে ‘ডিজিটাল জগতে আর্থিক লেনদেন’ মডিউলে।

 

একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের বৃহত্তর আর্থিক ব্যবস্থায় অংশ নিতে সাহায্য করবে ‘সুনাগরিকদের জন্য এডভান্সড ফিন্যান্সিয়াল লিটারেসি’ মডিউলটি। এখানে ট্যাক্স, ইমার্জেন্সি ফান্ড, মুদ্রাস্ফীতি, বিমা, শেয়ার বাজার বা বন্ডের মতো উচ্চতর বিনিয়োগের গভীর দিক এবং দেশের আর্থিক নীতি কীভাবে অর্থনীতিকে প্রভাবিত করে এসব বিষয়ে আলোকপাত করা হবে। তবে ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেনের সময় নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। তাই ‘ডিজিটাল ফিন্যান্সিয়াল সিকিউরিটি’ মডিউলটিতে শেখানো হবে কীভাবে প্রতারকদের হাত থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ওয়ালেট এবং ব্যক্তিগত আর্থিক তথ্যগুলো নিরাপদে রাখা যায়।

 

বিকাশ তার যাত্রা শুরুর সময় থেকেই নতুন প্রজন্মকে আলোকিত করতে বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ভবিষ্যৎ প্রজন্ম সহ সকলকে ক্যাশবিহীন ডিজিটাল আর্থিক জীবনযাত্রায় প্রস্তুত করতেই টেন মিনিট স্কুল-এর সাথে যৌথভাবে ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক এই কোর্সটি চালু করছে বিকাশ।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।