সিনিউজ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! দেশের সবচেয়ে বড় অনুমোদিত লেনোভো ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এসেছে নতুন প্রজন্মের দুটি ল্যাপটপ — Lenovo IdeaPad Slim 5i (83HR006DIN & 83HR006CIN)। আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং টেকসই নির্মাণশৈলীর মিশেলে এই সিরিজটি হয়ে উঠেছে স্মার্ট ও কর্মক্ষম জীবনের আদর্শ সঙ্গী।
এই ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ১৩তম জেনারেশনের Intel® Core™ i7-13620H প্রসেসর, যার গতি সর্বোচ্চ ৪.৯ গিগাহার্জ পর্যন্ত। রয়েছে ১৬জিবি/৩২জিবি DDR5 5600MHz RAM এবং ১ টেরাবাইট SSD, যা কাজ, বিনোদন ও ক্রিয়েটিভ প্রজেক্ট—সবকিছুতেই দেবে অবিশ্বাস্য গতি ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা।
১৪ ইঞ্চি OLED ডিসপ্লের ১০০% DCI-P3 কালার গ্যামাট এবং TÜV Low Blue Light ফিচার চোখের সুরক্ষা বজায় রেখে দেবে প্রাণবন্ত রঙ ও স্পষ্ট ভিজ্যুয়াল। এছাড়াও আছে 1080p প্রাইভেসি ক্যামেরা, Wi-Fi 6E, Bluetooth 5.2, ব্যাকলিট কীবোর্ড, এবং সর্বশেষ Windows 11 Home, যা দৈনন্দিন ব্যবহারকে করবে আরও স্মার্ট ও সুরক্ষিত।
দৃঢ়তা ও নির্ভরযোগ্যতায় অনন্য এই সিরিজটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফায়েড, অর্থাৎ ধূলা, তাপমাত্রা বা কম্পনের মতো কঠিন পরিস্থিতিতেও এটি নির্বিঘ্নে কাজ করতে সক্ষম। মাত্র ১.৩৯ কেজি ওজনের এই ল্যাপটপগুলো পাওয়া যাবে আকর্ষণীয় Luna Grey রঙে।
২ বছরের ওয়ারেন্টিসহ নতুন Lenovo IdeaPad Slim 5i সিরিজ এখন পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।