প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের উপহার দেবে প্রাইম ব্যাংক

সিনিউজ ডেস্ক: প্রাইম ব্যাংক পিএলসি. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহার সামগ্রী হস্তান্তর করেছে। বিমানের প্রথম হজ ফ্লাইট আগামী ২৯ এপ্রিল ২০২৫ তারিখে পরিচালিত হবে।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে বলাকা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে, প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বিমানের পরিচালক (অর্থ) ও ডেপুটি সেক্রেটারি মো. নওসাদ হোসেন-এর কাছে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ ইবনে শাহরিয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস ও ফান্ড ম্যানেজমেন্ট) সায়মা রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইঅংশীদারিত্বেরআওতায়, প্রাইমব্যাংকবিমানেরপ্রথমহজফ্লাইটেরসকলযাত্রীদের উপহার সামগ্রী সরবরাহ করবে। পাশাপাশি, প্রাইমব্যাংকহজযাত্রীদের চলাচলের সুবিধার জন্যবিমানবন্দরে বিশেষশাটলবাসপরিসেবাওস্পন্সরকরছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।