পাঁচ তারকা হোটেলের ইফতার ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার

সিনিউজ ডেস্ক: এবার রমজান মাসজুড়ে নির্দিষ্ট ফাইভ স্টার ও ফোর স্টার হোটেলে ২টি ইফতার ব্যুফের পেমেন্ট বিকাশ করলেই ১টি ব্যুফের টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। বন্ধু বা পরিবারের সাথে ইফতারের মুহূর্তগুলো আরও স্পেশাল করতে এখন আর স্পেশাল কার্ডের প্রয়োজন হবেনা। রমজানের শেষ পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও, আমারি ঢাকা, হলিডে ইন, ঢাকা রিজেন্সি, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ সহ নির্দিষ্ট হোটেলের ইফতার ব্যুফেতে বিকাশ পেমেন্টের মাধ্যমে আকর্ষণীয় এই বোগো (বাই ওয়ান গেট ওয়ান) অফারটি উপভোগ করতে পারছেন গ্রাহকরা। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক দিনে একবার এবং সর্বোচ্চ ২ বার অফারটি উপভোগ করতে পারবেন।

 

বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে, *২৪৭# ডায়াল করে, বিকাশ অ্যাপ থেকে কিউআর স্ক্যান করে সরাসরি ভিসা কার্ড দিয়ে এবং বাংলা কিউআর ব্যবহার করে বিকাশ পেমেন্টের মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে — https://www.bkash.com/campaign/ramadan-offer-bogo-2025 – লিংকে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।