নিরবিচ্ছিন্ন ডাটা সেবা প্রদানে ফোরজি মডেম-রাউটার আনল রবি

সিনিউজ ডেস্ক: গ্রাহকদের চাহিদার বিষয়টি মাথায় রেখে ডাটা সংযোগ এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নেটওয়ার্ক সেবা প্রদানে ফোরজি এক্সট্রা পিআর৫০ পোর্টেবল ওয়াইফাই এবং এক্সট্রা ইউ৩০ মডেলের রাউটার নিয়ে আসলো দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ।

 

ফোরজি মডেম এবং ওয়াইফাই রাউটার দুইটির দাম যথাক্রমে ২ হাজার ১৯৯ এবং ৩ হাজার ১৪৯ টাকা। গ্রাহকরা যেকোনো ব্রডব্যান্ড ডিভাইস কেনার ক্ষেত্রে সাত দিনের মেয়াদসহ বিনামূল্যে ৪জিবি ডাটা উপভোগ করতে পারবেন। ফোরজি মডেম বা রাউটার ব্যবহারের ক্ষেত্রে রবি’র নিয়মিত ডাটা অফারগুলোও কিনতে পারবেন গ্রাহকরা।

 

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ বলেন, “রবি’র ফোরজি নেটওয়ার্ক দিয়ে আমাদের গ্রাহকদের লাইফে নতুন এক্সপেরিয়েন্স প্রদানে ফোরজি রাউটার এবং মডেম নিয়ে আসতে পারায় আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এই সাশ্রয়ী মূল্যের ডিভাইসগুলো আমাদের গ্রাহকদের ডিজিটাল জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলবে ।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।