নিজেদের পছন্দের অ্যাকাউন্টে সরকারি ভাতা গ্রহণ করছেন গর্ভবতী মায়েরা

সিনিউজ ডেস্ক: অসচ্ছল গর্ভবতী মায়েদের গর্ভকালীন যত্ন এবং নবজাতক শিশুর স্বাস্থ্য ও পুষ্টি চাহিদা পূরণে সরকারের মাতৃত্বকালীন ভাতা জিটুপি (গভার্নমেন্ট টু পার্সন) পদ্ধতিতে পৌঁছে যাচ্ছে উপকারভোগীদের পছন্দের এমএফএস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। ৩৬ মাসব্যাপী এই ভাতা কর্মসূচির আওতায় থাকা ১৬ লাখ উপকারভোগীর সকলেই তাদের পছন্দের মাধ্যমে ভাতা গ্রহণ করছেন। ঘরে বসেই সহজে, দ্রুত ও নিরাপদে সরকারি ভাতা গ্রহণ এবং তা ব্যবহারের সুযোগ থাকায় বেশিরভাগ মায়েরাই আস্থা রাখছেন তাদের বিকাশ অ্যাকাউন্টের উপর।

 

গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নির্দেশকের উন্নয়ন, বয়সের তুলনায় কম উচ্চতার বা খর্বাকায় শিশু এবং কম ওজনের শিশু জন্ম সংখ্যা হ্রাস করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০১৮-১৯ অর্থবছর থেকে অসচ্ছল গর্ভবতী মায়েদের ভাতা প্রদান করে আসছে। এক্ষেত্রে, মায়েদের পছন্দের উপর বেশি জোর দেয়া হয়েছে যেন তারা নিজেদের পছন্দের অ্যাকাউন্টে ভাতা গ্রহণ করার মাধ্যমে সময় বাঁচাতে পারেন এবং নিজের ও নবজাতকের যত্নে মনোনিবেশ করতে পারেন।

 

ঘরে বসেই নিজের বিকাশ অ্যাকাউন্টে ভাতার অর্থ গ্রহণ করছেন অসচ্ছল গর্ভবতী মায়েদের একটি বড় অংশ। তারা, খুব সহজে এবং নিরাপদে সেই অর্থ নিকটবর্তী এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করার পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেনও করতে পারছেন। পুষ্টিকর খাবার কেনা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, নবজাতকের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সহ বিভিন্ন প্রয়োজনে ভাতার এই অর্থ গর্ভকাল ও এর পরবর্তী সময়ে ঝুঁকি ও অভিঘাত কমিয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে।

 

উল্লেখ্য, নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অসচ্ছল গর্ভবতী মায়েদের সহায়তা প্রদানের জন্য অসচ্ছল মা’র জন্য মাতৃত্বকাল ভাতা কর্মসূচি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিদ্যমান কর্মসূচিসমূহের মধ্যে অন্যতম। এখন অসচ্ছল গর্ভবতী মা প্রথম ও দ্বিতীয় (সর্বোচ্চ দুজন) সন্তানের জন্য মাতৃত্বকালীন মাসিক ভাতা পান। প্রতি মাসে ভাতা দেওয়ার পাশাপাশি তাদের জন্য পুষ্টি, শিশুর মনোসামাজিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ বিষয়েও নিয়মিত উঠান বৈঠকও আয়োজন করা হয়।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।