সিনিউজ ডেস্ক: যথাযোাগ্য মর্যাদায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান একুশে ফেব্রæয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনাওে ও ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এম সামছুল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান ও উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল এর নেতৃত্বে শিক্ষার্থীদের অপর একটি দল শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। প্রতিবারের ন্যায় এবারো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইন প্লাটফর্মে “একুশ আমার অহংকার” আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার। উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদারের সভাপতিত্বে ও স্টুডেন্ট এফয়ার্সে পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় আরোচনায় অংশগ্রহণ করেন অমিত চক্রবর্তী ও লাবণ্য আকআর মীম। এছাড়া ডিআই ইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভলিবল ও ফ্রুটসাল টূর্নামেন্ট ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।