ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকো “ Towards ai ”এবং পার্টনার মিট ২০২৪

সিনিউজ ডেস্ক: ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকো  “towards AI ” এবং পার্টনার মিট ২০২৪। ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকো এর যৌথ উদ্যোগে পুরানা পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে জেটকেটেকো -এর সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অ্যাক্সেস কন্ট্রোল ও টাইম অ্যাটেনডেন্স সল্যুশন প্রদর্শন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিক সকল ফিচারসহ অত্তাধুনিক পণ্যে বাংলাদেশে ডিজি-মার্ক সল্যুশন একমাত্র পরিবেশক হিসেবে নিজেদের উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিমার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. শাহারিয়ার আলমের । আরও উপস্থিত ছিলেন ডিজিমার্কের পরিচালক ওমর ফারুক রব, এছাড়াও জেটকেটেকো বাংলাদেশ ম্যানেজার ডুরেন্ট প্যান ও ডিজিমার্কের মহাব্যবস্থাপক শেখ মনজুর  হোসেন এবং অন্যান্য কর্মকর্তা ও ডিলারগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজার রাসেল রানা।

ডিজি-মার্ক সল্যুশন –এর সিইও জনাব শাহারিয়ার আলম তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের প্রযুক্তি খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে জেডকেটেকো -এর সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই পণ্যের মাধ্যমে বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ড নিরাপত্তা বাবস্থার উম্মচন হল। “এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের জন্য আরও আধুনিক, উদ্ভাবনী এবং কার্যকর সমাধান সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই অনুষ্ঠানে এআই -বেইসড টাইম অ্যাটেনডেন্স সিস্টেম & এক্সেস কন্ট্রোল সিস্টেমস সল্যুশনও জেডকেটেকো  সেন্সফেস ৩এ , জেডকেটেকো  সেন্সফেস ৭এ ডিভাইস গুলো সম্পর্কে আলোচনা ও লাইভ প্রদর্শন করা হয় ।

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।