ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার

সিনিউজ ডেস্ক: দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)–তে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ফোনটি তুলে ধরা হয়।

‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয় ২৮ জানুয়ারি এবং শেষ হবে ৩১ জানুয়ারি। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগবাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। এতে দেশি-বিদেশি শতাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানবিভিন্ন সরকারি সংস্থা ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন।

প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রদর্শনীতে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রাবৈশ্বিক বিনিয়োগটেকসই স্টার্টআপ ইকোসিস্টেমস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সম্ভাবনা এবং এনইআইআর–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে গোল্ড স্পনসর হিসেবে অংশ নেয় অনার বাংলাদেশ। অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে অনার দেশের বাজারের জন্য তাদের নতুন এআই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ তুলে ধরে। ফোনটিতে রয়েছে এআইমেজ সহ উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে সিআইপিএ ৫.৫ রেটেড ইমেজ স্ট্যাবিলাইজেশন– যা প্রযুক্তিখাতের অন্যতম উন্নত এআই টেলিফটো সিস্টেম হিসেবে বিবেচিত।

স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন এলিট জেন ৫ প্রসেসর। পাশাপাশিএতে রয়েছে অনারের সিলিকন কার্বন ব্যাটারি ও এআই পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। দ্রুত চার্জিংয়ের জন্য এতে আছে ১০০ ওয়াট সুপারচার্জ ওয়্যার্ড এবং ৮০ ওয়াট এর ওয়্যারলেস চার্জিং সুবিধা।

অনুষ্ঠান প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন“ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর মতো আয়োজন ডিজিটাল রূপান্তরের প্রতি বাংলাদেশের অঙ্গীকারেরই প্রতিফলন। অনার এই যাত্রায় পাশে থাকতে পেরে গর্বিত। ম্যাজিক৮ প্রো স্থানীয় বাজারে আনার পাশাপাশি বাংলাদেশে আমাদের নতুন কারখানার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতেও আমরা ভূমিকা রাখছি। দেশের ক্রমবিকাশমান ডিজিটাল ইকোসিস্টেমের অংশ হতে পেরে আমরা সবসময়ই আনন্দিত।”

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ দর্শনার্থীদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। একই সঙ্গে শিল্পখাতের নেতৃত্বস্থানীয়দের সঙ্গে যুক্ত হওয়া এবং ভবিষ্যতের ডিজিটাল খাত নিয়ে আলোচনার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এ আয়োজন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।