টফি অ্যাপে ফ্রীতে সরাসরি দেখা যাবে বাংলাদেশ বনাম পাকিস্তান ক্রিকেট সিরিজ

সিনিউজ ডেস্ক:দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফি আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান টি-২০ ও টেস্ট ক্রিকেট সিরিজের সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। টফি ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্ক থেকে বিনামূল্যে সবগুলি ম্যাচ উপভোগ করতে পারবেন। টি-২০ ও টেস্ট  সিরিজ দুইটি শুরু হবে যথাক্রমে ১৯ ও ২৬ নভেম্বর ২০২১ তারিখ থেকে।

 

টফির “লাইভ ১ চ্যানেল”-এ গিয়ে খুব সহজেই ব্যবহারকারীরা ম্যাচগুলি সরাসরি উপভোগ করতে পারবেন। বিনামূল্যে টফি অ্যাপ  ডাউনলোড করা যাবে গুগল প্লেস্টোর, অ্যাপ স্টোর বা এই লিংক থেকে: https://toffeelive.com/

টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, “মানসম্মত বিনোদন সবার জন্য আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে আমরা টফি চালু করেছি। আর এই লক্ষ্য অর্জনে শুরু থেকেই গ্রাহকদের চাহিদা অনুসারে নতুন নতুন কনটেন্ট নিয়ে আসার চেষ্টা করছি আমরা। তারই ধারাবাহিকতায় এবার আমরা টফিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে এসেছি। এর ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো সময়, যে কোনো জায়গা থেকে দুই দেশের মাঝের এই রোমাঞ্চকর ক্রিকেট খেলা উপভোগ করতে পারবেন।”

টফি ভবিষ্যতেও ব্যবহারকারীদের জন্য উন্নতমানের বিনোদনমূলক ডিজিটাল কনটেন্ট নিয়ে আসবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।